রাজধানীর কারওয়ান বাজারেজাহাংগীর টাওয়ারে একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ভবনটিতে একুশে টিভির অফিসও আছে। আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টার পর এই ভবনের নিচতলায় আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট।যদিও তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কোথা থেকে সে বিষয়ে কিছু জানা যায়নি। এ দিকে আগুনে ওই ভবনের বারিস্তা রেস্টুরেন্ট ও পেয়ালা রেস্টুরেন্টে থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখা গেছে। আরও পড়ুন খুনিদের ছাড় নেই: সারজিস ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার শাহজাহান এরই মধ্যে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ রাত ৮টা ২০ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট সেখানে আগুন নেভাতে কাজ শুরু করে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার...
জাহাংগীর টাওয়ারে রেস্টুরেন্টে আগুন
অনলাইন ডেস্ক
![জাহাংগীর টাওয়ারে রেস্টুরেন্টে আগুন](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/15/1739631120-6bd8407bf6d5ceee8602e3fad4c3511f.jpg?w=1920&q=100)
ছুটির দিনেও ‘খুব অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস
অনলাইন ডেস্ক
![ছুটির দিনেও ‘খুব অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/15/1739594960-07339ad7dfa85d17421bb6d27f727a97.jpg?w=1920&q=100)
সাপ্তাহিক ছুটির দিনে রাজধানী ঢাকার বায়ু অস্বাস্থ্যকর। বাতাসের মান সূচকে ঢাকার বায়ুর স্কোর ছিল ২০৪। যা খুব অস্বাস্থ্যকর বলে বিবেচিত। অন্যদিকে বিশ্বের ১২৫টি শহরের মধ্যে আজ সকাল ৮টায় রাজধানী ঢাকার অবস্থান দ্বিতীয়। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয় ওয়েবসাইট আইকিউএয়ার-এ এমন চিত্র দেখা গেছে। এর আগে গতকালও ঢাকার বাতাসের মান ছিল খুব অস্বাস্থ্যকর। এই মুহূর্তে দূষিত বায়ুর শহর হিসেবে প্রথমে রয়েছে ভারতের কলকাতা, তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, চতুর্থ অবস্থানে আছে ভারতের দিল্লি, পঞ্চম অবস্থানে নেপালের কাঠমাণ্ডু এবং ১২৫ নম্বর অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন, যার বায়ুমান স্কোর মাত্র ১২। আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে মাঝারি বা গ্রহণযোগ্য মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০...
শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
অনলাইন ডেস্ক
![শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/15/1739581578-bb544570f1e066ac252ccb8b820e9a4e.jpg?w=1920&q=100)
প্রতিদিন আমরা নানা প্রয়োজনে বিভিন্ন মার্কেটে যাই। কিন্তু গিয়ে যদি দেখা যায়, মার্কেটটি বন্ধ তবে কার না মেজাজ খারাপ হয়। আসুন জেনে নেই শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীতে বন্ধ থাকছে কোন কোন এলাকার মার্কেট ও দোকানগুলো। যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে: শ্যামবাজার, বাংলাবাজার, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজারীবাগ, দোলাইপাড়, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, গুলিস্তানের দক্ষিণ অংশ, ওয়ারী, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি থানা, বংশাল, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, শাঁখারি বাজার, চানখারপুল। যেসব মার্কেট বন্ধ থাকবে: ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট, আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার...
ভালোবাসা দিবসে দুই হাজার সুবিধাবঞ্চিত মানুষকে খাবার ও বই দিল ‘লাভ শেয়ার বিডি’
অনলাইন ডেস্ক
![ভালোবাসা দিবসে দুই হাজার সুবিধাবঞ্চিত মানুষকে খাবার ও বই দিল ‘লাভ শেয়ার বিডি’](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/14/1739535759-d2e5143584e906198a2263e6f158a80e.jpg?w=1920&q=100)
বিশ্ব ভালোবাসা দিবসে মানবতার সেবায় এক অনন্য কর্মসূচি সম্পন্ন করলো চ্যারিটি সংগঠন লাভ শেয়ার বিডি ইউএস। প্রতি বছরের ন্যায় এবারো সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের প্রতি ভালোবাসার প্রকাশ হিসেবে এই দিনটি তারা বিশেষভাবে উদযাপন করলো। এর আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ, রমনা ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকার দুই হাজার সুবিধাবঞ্চিত অসহায় ও দুস্থ মানুষের মাঝে ভালোবাসা বক্স উপহার হিসেবে দুপুরে উন্নতমানের খাবার বিতরণ করেছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাষ্কর্যের সামনে থেকে তারা এসব খাবার বিতরণ করে। এ সময় গল্পকন্যা রেহনুমা আফরীন মালিহার গল্পের বই দুষ্টু মিষ্টি মালিহার গল্প বইটি ছিন্নমূল শিশুদের মাঝে বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লাভ শেয়ার বিডিইউএসর সংগঠক মৃধা ফয়সাল আহমেদ টিপু, মোহাম্মদ কামরুল আলম, মো. নাজমুল...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর