বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, সেনাবাহিনীকে নিয়ে গুজব ছড়িয়ে দেশেকে অস্থিতিশীল করার গভীর চক্রান্ত চলছে। শহীদের রক্ত যেন বৃথা না যায় সেজন্য সকলকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার সন্ধ্যায় মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজে রাজনীতিবিদ, শিক্ষাবিদ, সুশীলসমাজ, ব্যবসায়ী প্রতিনিধি ও শহীদদের স্মরণে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় খাইরুল কবির খোকন বলেন, আজকে দেশ ও জাতি কঠিন ক্রান্তিকাল অতিক্রম করছে। গত ৫ই আগস্ট ঐতিহাসিক ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে, সেই বিজয়কে নস্যাৎ করতে পরাজিত ফ্যাসিস্টের দোসররা ষড়যন্ত্র করে চলেছে। পার্শ্ববর্তী রাষ্ট্রের ইন্ধনে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করার চক্রান্ত চলছে। আমরা মাধবদীবাসীর প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন...
‘সেনাবাহিনীকে নিয়ে গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে’
নরসিংদী প্রতিনিধি

সীমান্তে ফেন্সিডিল ও দুই নারীসহ ৫ বাংলাদেশি আটক
ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৪৮ বোতল ভারতীয় ফেন্সিডিল ও দুই নারীসহ ৫ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে উপজেলার সিংনগর হালদার পাড়া গ্রামের বাঁশ ঝাড়ের এবং বাঘাডাংগা গ্রামের বাজারপাড়া কাঁচা রাস্তায় পৃথক অভিযান পরিচালনা করে ফেন্সিডিল ও অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টাকালে ৫জনকে আটক করে। আটকদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। ৫৮বিজিবির সহকারী পরিচালক ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মোহাম্মদ সাইফুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন। News24d.tv/তৌহিদ
এক ভোল মাছের দাম ৩ লাখ ৫০ হাজার
বরগুনা প্রতিনিধি

বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্যঘাটে একটি ভোল মাছ বিক্রি হয়েছে ৩ লাখ ৫০ হাজার টাকায়। বঙ্গোপসাগরে জেলেদেও জালে ধরা পরা এই মাছটির ওজন ৩৪ কেজি। মাছটি ক্রয় করেছেন পাথরঘাটার স্থানীয় পাইকার মো. হানিফ মিয়া। আজ মঙ্গলবার (২৫শে মার্চ) সকালে দেশের অন্যতম বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটা (বিএফডিসি)র মৎস্যঘাটে মৎস্য ব্যবসায়ী আলম মিয়া মাছটি বিক্রি করেন। এর আগে ২০শে মার্চ পাথরঘাটার সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির এর মালিকানাধীন এফবি সাইফ-২ ট্রলারের জেলেদের জালে মাছটি ধরা পড়ে। এফবি সাইফ-২ ট্রলারের মাঝি জামাল বলেন, গত বৃহস্পতিবার ট্রলারে বাজার সদাই করে ১৫ জন স্টাফ নিয়ে মাছ শিকারের জন্য সাগরে যাই। সাগরে গিয়ে প্রথমে দুই-তিন দিন জাল ফেললে দুই একটি ছোট ও মাঝারি আকৃতির মাছ পেলেও বড় আকৃতির কোন মাছ জালে দেখা মেলেনি। রোববার পুনরায় আবার সাগরে জাল ফেললে...
সেহরি খেয়ে বের হতেই গুলি...
ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর সীমান্তের বাগাডাঙ্গা গ্রামের মুদি দোকানদার মতিয়ার রহমান (৫০) মঙ্গলবার ভোরে মসজিদে নামাজ পড়ার উদ্দেশে বাড়ি থেকে বের হতেই তাকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত মতিয়ার রহমান বাগাডাঙ্গা গ্রামের মাঝের পাড়ার আজিজুর রহমান বটুর ছেলে। এলাকাবাসী ও পরিবারের সদস্যরা জানান, মাঝের পাড়ার মতিয়ার রহমান মুদি ব্যবসায়ী ভোর রাতে সেহরি খেয়ে মসজিদে নামাজের জন্য বাড়ি থেকে বের হওয়া মাত্রই আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে ২ রাউন্ড গুলি করে। ২টি গুলির মধ্যে ১টি গুলি তার হাঁটুর নিচে লাগে। তিনি আরও জানান ২০২৪ সালের ১৭ জানুয়ারি সোনা চোরাচালানীর টাকা ভাগাভাগি নিয়ে একই গ্রামের শামীম ও মন্টুকে গুলি করে হত্যা করে ভারতে পালিয়ে যায় সোনা চোরাচালানী...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর