দক্ষিণ প্রশান্ত মহাসাগরের বিস্তীর্ণ অঞ্চলে বিরল আবহাওয়ার দৃশ্য তৈরি হয়েছে। উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে, একইসঙ্গে তিনটি ট্রপিক্যাল সাইক্লোন—‘রে’, ‘সেরু’ ও ‘আলফ্রেড’ তাণ্ডব চালাচ্ছে। খবর দ্য গার্ডিয়ানের।
পাঁচ দিনের ব্যবধানে সৃষ্টি হওয়া এই তিনটি সাইক্লোন বর্তমানে অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল থেকে প্রায় ৮,০০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত প্রশান্ত মহাসাগরের বিশাল অংশে ঘূর্ণায়মান।
বিশেষজ্ঞদের মতে, দক্ষিণ প্রশান্ত মহাসাগরে একসঙ্গে তিনটি সাইক্লোন বিরল হলেও আগে ঘটেনি তা নয়। ইউনিভার্সিটি অ্যাট অ্যালবানির আবহাওয়াবিদ ব্রায়ান ট্যাং অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, ‘এটি অবশ্যই ব্যস্ত সময়, তবে নজিরবিহীন নয়।’
তিনি জানান, এর আগে ২০২১ সালের জানুয়ারিতে ‘লুকাস’, ‘আনা’ ও ‘বিনা’ নামে তিনটি সাইক্লোন একইসঙ্গে সক্রিয় ছিল।