ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে। তার নাম মো. মুরাদ মিয়া ওরফে মুন্না (৪০)। মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সেজামোড়া সীমান্তে এ ঘটনা ঘটে। নিহতের স্বজনেরা জানান, বিকেলে জমিতে কৃষি কাজ করার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা মুরাদকে কাঁটাতারের কাছ থেকে ধরে নিয়ে যায়। কিছুক্ষণ পর গুরুতর আহত অবস্থায় তাকে দুই দেশের সীমান্তের শূন্য রেখায় ফেলে রেখে যায় বিএসএফ। খবর পেয়ে স্বজনেরা স্থানীয় মুকন্দপুর বিজিবি সদস্যদের সহযোগিতায় মুরাদকে উদ্ধার করেন। পরে গুরুতর আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বড় বোন আমেনা খাতুন বলেন, আমার ভাইকে বিএসএফ ধরে নিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা...
বিএসএফের বিরুদ্ধে বাংলাদেশিকে পিটিয়ে হত্যার অভিযোগ
অনলাইন ডেস্ক

সাতক্ষীরায় অবৈধ ট্রাক টার্মিনালের দুইতলা ভবন গুড়িয়ে দিল ডিসি
সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় মেডিকেল কলেজের পাশে সড়ক বিভাগের জায়গা দখল করে গড়ে তোলা অবৈধ ট্রাক টার্মিনাল ভবন গুড়িয়ে দিয়েছে সাতক্ষীরা জেলা প্রশাসন। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে সদর উপজেলার আলিপুর এলাকার ট্রাক টার্মিনালে এই অভিযান পরিচালিত হয়। সাতক্ষীরার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদের নেতৃত্বে বিশেষ এই অভিযান পরিচালিত হয়েছে। এ সময় সড়ক বিভাগের জায়গা দখল করে জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আব্দুস সবুর কর্তৃক অবৈধভাবে গড়ে তোলা দুইতলা একটি ভবন বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়ে জমি অবৈধ দখলদারমুক্ত করা হয়। জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, আজ আলিপুর ইউনিয়নে সরকারি জমি উদ্ধারকল্পে বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। এসময় উক্ত ইউনিয়নের আলিপুর মৌজার খাস খতিয়ানভুক্ত ২ দশমিক ২৪ একর, পানি উন্নয়ন বোর্ডের ০ দশমিক ৮৪ একর এবং সড়ক ও জনপথের ১দশমিক ১১ একরসহ...
সাতক্ষীরায় আ. লীগ নেতাসহ গ্রেপ্তার ২
সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় চাঁদাবাজি মামলায় কৃষক লীগের নেতা ইয়ারব হোসেন ও আওয়ামী লীগ নেতা মাকসুদ খান গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে নিজ নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাকসুদ খানকে শহরের কাটিয়া এলাকার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। অপরদিকে, সাতক্ষীরা জেলা কৃষক লীগের কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইয়ারব হোসেনকে তার নিজ বাড়ি তুজুলপুর থেকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। প্রভাবশালী আওয়ামী লীগের এই দুই নেতার মধ্যে মাকসুদ খান তৎকালীন আওয়ামী লীগের সাবেক এমপি মীর মোস্তাক আহমেদ রবি ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক জেলা পরিষদ নজরুল ইসলামের মদতপুষ্ট হয়ে ভোমরা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক পদ বাগিয়ে নেন। আর কৃষক লীগ নেতা সাংবাদিক...
ভারতে যাওয়ার সময় নারীসহ আটক ৪
ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় ১ নারীসহ চারজনকে আটক করেছে বাঘাডাঙ্গা বিজিবি ক্যাম্পের সদস্যরা। মহেশপুর ৫৮ বিজিবি ক্যাম্প সূত্রে জানা গেছে, সোমবার রাতে মহেশপুরের বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় খুলনার ডুমুরিয়া উপজেলার সুশেন কুমার রায় (২৩), সিলেট জেলার সদর উপজেলার সামাদ ইসলাম (২৪), গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া গ্রামের শুকি রায় অধিকারী (৫৫) সহ ১ নারীকে আটক করে। আটকদের মঙ্গলবার সকালে মহেশপুর থানায় সোপর্দ্দ করা হয়েছে।
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর