গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাহেন্দ্র-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এক কিশোরসহ দুইজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ৭ জন। আজ বুধবার (২ এপ্রিল) সন্ধ্যায় টুঙ্গিপাড়া-বাঁশবাড়ীয়া সড়কের ডঃ এমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রী কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে। টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম জানান, মোটরসাইকেলে করে মারুফ হোসেন মাতুব্বর (১৮) তার এক বন্ধুকে নিয়ে পাড়ঝনঝনিয়া থেকে পাটগাতি বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীতমুখী পাটগাতি বাজার থেকে ছেড়ে আসা বাঁশবাড়িয়াগামী একটি যাত্রীবাহী মাহেন্দ্রর সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেল ও মাহেন্দ্রটি দুমড়ে মুচড়ে গেলে ৯ জন আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মোহাননেত শেখ (১৬) মারা যান। মারাত্মক আহত মারুফ হোসেন...
টুঙ্গিপাড়ায় মাহেন্দ্র-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
গোপালগঞ্জ প্রতিনিধি

বড় ভাইয়ের হাতে ছোট ভাইয়ের স্ত্রী খুন
নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের টেকনাফে হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী এলাকায় বড় ভাইয়ের হাতে ছোট ভাইয়ের স্ত্রী জান্নাত আরা (২৫) নামে এক নারী খুন হয়েছেন। নিহত নারী দুই সন্তানের জননী। তিনি ওই এলাকার ইসমাইল প্রকাশ মিরকিসের স্ত্রী। নিহতের স্বামী একজন টমটম চালক। বুধবার (২ এপ্রিল) সকালে কথা কাটাকাটির জেরে খারাংখালী পূর্ব মহেশ খালীয়াপাড়ার ইব্রাহীম (৩০) প্রকাশ লুতার ছুরির আঘাতে খুন হন। স্থানীয়রা জানান, সকালে বাড়ির উঠানে একটি রশিতে কাপড় শুকিয়ে দেওয়া নিয়ে ছোট ভাইয়ের স্ত্রীর সঙ্গে ইব্রাহীমের কথা কাটাকাটি হয়। পরে খুনি ইব্রাহীম তাৎক্ষণিক ছুরির আঘাত করে পালিয়ে যায়। এ সময় তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসেন। জান্নাত আরাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তারা আরও জানান, খুনি ইব্রাহীম একজন মাদক...
স্টাফ কোয়ার্টারে মিললো যুবকের ঝুলন্ত লাশ
পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর সদরের যুব উন্নয়ন অধিদপ্তরের স্টাফ কোয়ার্টারে মামুন মিয়া (৩০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (২ এপ্রিল) সকালে পিরোজপুর সদরের যুব উন্নয়ন অধিদপ্তর স্টাফ কোয়ার্টার (ডরমিটরি) নিচ তলার একটি রুম থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। মৃতের পরিবারের দাবি, নববিবাহিত স্ত্রীর সাথে মনোমালিন্যের কারণে মামুন আত্মহত্যা করেছেন। নিহত মামুন মঠবাড়িয়া তুষখালীর জমাদ্দার বাড়ি এলাকার মোঃ মাহবুব হাওলাদার এর ছেলে। সে পিরোজপুর যুব উন্নয়ন অধিদপ্তরের ইলেকট্রিক ট্রেডের আউটসোর্সিং এর কাজ করতো। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মামুন এ বছরের জানুয়ারি মাসে মংলায় চৈতি মিম নামে এক মেয়ের সাথে বিবাহ হয়। বিয়ের পর থেকেই নববধূর সাথে মামুনের বনিবনা হচ্ছিল না। এ নিয়ে সবসময় তিনি মানসিক বিষণ্ণতায় ভুগতেন। ঈদের ছুটিতে বাড়ি গেলেও...
মদ্যপানে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ দুই যুবকের মৃত্যু
সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার আশাশুনিতে মদ্যপানে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মারাত্মক অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আরও নয়জন। এদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। মঙ্গলবার (১ এপ্রিল) মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর আগে ঈদের সন্ধ্যায় মদ্যপানের পর রাত ১২টার দিকে মারাত্মক অসুস্থতা বোধ করলে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুরা হলেন, আশাশুনি উপজেলার তেতুলিয়া গ্রামের জাফর আলী খাঁর ছেলে ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন টিটু (৪০) ও সোহরাব গাজীর ছেলে নাজমুল গাজী (২৬)। এ ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ব্রাহ্মণ তেতুলিয়া গ্রামের সাইদ সরদারের ছেলে ফারুক হোসেন, মোকামখালী গ্রামের কুদ্দুস সরদারের ছেলে ইমরান, মিত্র তেতুলিয়ার মর্জিনা খাতুনের ছেলে ইকবাল, কামরুলের ছেলে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর