আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানসহ অন্য সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদ জানিয়েছেন পিরোজপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী। গতকাল শুক্রবার (২৫ এপ্রিল) পিরোজপুর টাউন ক্লাবের সামনে আমার দেশ পাঠক মেলা আয়োজিত মানববন্ধনে উপস্থিত হন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর পুত্র ও জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী। মানববন্ধনে তিনি বলেন, যদি মাহমুদুর রহমানের বিরুদ্ধে করা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করা না হয় তবে দেশপ্রেমিক জনতা মেঘনা গ্রুপের সব পণ্য বয়কট করবে। মেঘনা গ্রুপ খুনি হাসিনার হাতকে শক্তিশালী করেছে, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। এরা বাংলাদেশে অবস্থান করলেও ভারতের পরামর্শে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। তিনি আরো বলেন, যখন ভারতের টাকা ও...
মেঘনা গ্রুপের পণ্য বয়কটের ডাক মাসুদ সাঈদীর
পিরোজপুর প্রতিনিধি

দুর্নীতি ঢাকতে প্রকৌশলীদের নানা কৌশল
> গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ নির্মাণসহ ১১টি কাজ > তথ্য দেওয়ার জন্য ফটোকপির ২২ টাকার বদলে চাওয়া হলো ৪৬ হাজার টাকা > শতকোটি টাকার দুর্নীতির অভিযোগ, দুদকের অনুসন্ধান শুরু
নিজস্ব প্রতিবেদক

শতকোটি টাকার বেশি দুর্নীতি হয়েছে। কিন্তু এই দুর্নীতি ঢাকতে তথ্য চাইলে তা না দিয়ে উল্টো প্রক্রিয়ার ফাঁদে ফেলে সাংবাদিককে ঘোরানো হচ্ছে। শেষ পর্যন্ত অবশ্য বারবার অনুরোধ করা হচ্ছে তথ্য চাওয়ার আবেদন প্রত্যাহারের। এমন ঘটনা ঘটেছে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ নির্মাণসহ ১১টি কাজসংবলিত প্রকল্পে। প্রকল্পের বিভিন্ন কাজের প্রাক্কলিত ব্যয়, কার্যাদেশে বরাদ্দের পরিমাণ, ব্যয় বৃদ্ধি হলে তার পরিমাণ, গত জানুয়ারি পর্যন্ত কাজের অগ্রগতি, পরিশোধিত অর্থ, ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম-ঠিকানা, ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকের নাম ও মোবাইল ফোন নম্বরএই সাত তথ্য চাওয়া হলে গাজীপুর গণপূর্ত কার্যালয় থেকে আবেদনকারীকে বারবার প্রক্রিয়ায় ফেলে সময়ক্ষেপণ করে। শেষতক ১১ পৃষ্ঠা ফটোকপির মূল্য বাবদ যেখানে ২২ টাকা দরকার, সেখানে ৪৬ হাজার ৮০ টাকা সরকারি কোষাগারে জমা দিতে...
গভীর রাত পর্যন্ত ‘লাই-হরাউবা’য় মাতলো হাজারো মানুষ
অনলাইন ডেস্ক

প্রথমবারের মতো ইউনেস্কো, বাংলাদেশ জাতীয় জাদুঘরসহ একাধিক আন্তর্জাতিক ও জাতীয় প্রতিষ্ঠানের সহায়তায় আয়োজন করা হয়প্রাচীন ধর্মীয় উৎসব লাই-হরাউবা। এ উৎসবে দেশ-বিদেশের পুরোহিত, গবেষক ও মণিপুরী নৃত্যশিল্পীরা অংশ নেন। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের তেতইগাঁও গ্রামে তিন দিনব্যাপী মণিপুরী মৈতৈ সম্প্রদায়ের প্রাচীন এই ধর্মীয় উৎসব অনুষ্ঠিত হয়েছে। নৃত্য-গীত ও নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে দেবতাদের সন্তুষ্ট করতে আয়োজিত এই উৎসব মুখর করে তোলে পুরো এলাকা। আরও পড়ুন হানিমুন শেষে স্যালুট দিয়ে স্বামীকে বিদায় ২৪ এপ্রিল, ২০২৫ বুধবার (২৩ এপ্রিল) সকালে ধর্মীয় সাজে তেতইগাঁও গ্রাম ও মণিপুরী কালচারাল একাডেমি প্রাঙ্গণ জেগে ওঠে নতুন রূপে। সকাল থেকেই পুরোহিত ও স্থানীয় বিশিষ্টজনরা জলাশয়ে অঞ্জলি দিতে জড়ো হন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী,...
নিখোঁজের দু'দিন পর মরিচখেতে নারীর বিবস্ত্র মরদেহ
শেরপুর প্রতিনিধি

শেরপুরে নিখোঁজের দুদিন পর বিবস্ত্র অবস্থায় মোছা. খালেদা বেগম (৩৮) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের ডাকপাড়া এলাকায় ব্রহ্মপুত্র নদসংলগ্ন চরে গুচ্ছগ্রামের পাশে একটি মরিচখেত থেকে ওই লাশ উদ্ধার করা হয়। নিহত খালেদা পার্শ্ববর্তী কুলুরচর ব্যাপারীপাড়া গ্রামের মো. কাজল মিয়ার স্ত্রী ও দুই সন্তানের জননী ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খালেদা বেগম অন্যের বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। তিনি গত বুধবার থেকে নিখোঁজ ছিলেন। শুক্রবার সকালে সদর উপজেলার ডাকপাড়া গুচ্ছগ্রামের পাশে একটি মরিচখেতে বিবস্ত্র অবস্থায় একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে সদর থানা-পুলিশ দুপুরে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল তৈরি শেষে লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে মর্গে পাঠায়। এদিকে খবর...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর