রংপুরের ঈদগাহগুলোতে ঈদুল ফিতরের জামাত আদায়ের প্রস্তুতি শুরু হয়েছে। এবার ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় রংপুর মহানগরীর কালেক্টরেট ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন রংপুর কেরামতিয়া জামে মসজিদের খতিব মাওলানা মো. বায়েজীদ হোসাইন। এদিকে কালেক্টরেট ঈদগাহ মাঠে রংপুর বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক শহিদুল ইসলাম, রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, জেলা পুলিশ সুপার আবু সাইম, সাবেক সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ প্রায় ৩০ হাজার মুসল্লি ঈদ জামাতে নামাজ আদায় করবেন। ঈদের দিন আবহাওয়া অনুকূলে না থাকলে বিকল্প স্থান হিসেবে রংপুর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে একই সময়ে ঈদের জামাত...
রংপুরে কখন কোথায় ঈদের জামাত
অনলাইন ডেস্ক

সিলেটে ২৮৪৬টি ঈদগাহ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক

সিলেট ২৮৪৬টি ঈদগাহ-মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত সিলেটে ২ হাজার ৮৪৬টি ঈদগাহ ও মসজিদে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। সিলেটের ঐতিহাসিক কেন্দ্রীয় শাহী ঈদগাহে অনুষ্ঠিত হয় নগরের ঈদের প্রধান জামাত। বিভিন্ন এলাকা থেকে অনেকে এখানে ঈদের নামাজ আদায় করতে আসেন। ঈদগাহে প্রবেশের জন্য রয়েছে তিনটি দৃষ্টিনন্দন ফটক। সিলেট মেট্রোপলিটন এলাকায় ৩৯২টি ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৩০৫টি মসজিদ ও ৮৭টি ঈদগাহ ঈদের জামাতের জন্য প্রস্তুত করা হয়েছে। এ ছাড়া সিলেট জেলার ১১ উপজেলায় দুই হাজার ৪৫৪টি মসজিদ ও ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে মসজিদ ২ হাজার ৪৩টি ও ৪১১টি ঈদগাহে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। প্রধান জামাতের জন্য চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। শাহী ঈদগাহে জামাত শুরু হবে সকাল সাড়ে ৮টায়। পরিবর্তিত পরিস্থিতিতে এবার ঈদগাহে...
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই বোনসহ চারজনের
ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের গৌরীপুর উপজেলার সাহেব কাচারি চন্দ্রপাড়া মোড়ে একই পরিবারের দুই বোনসহ সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। আজ রোববার (৩০ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহতেরা হলেন, গৌরীপুর উপজেলার দুর্বাচর নামাবাড়ির ওবায়দুর রহমান আকন্দের স্ত্রী কুলসুম বেগম (৯৫), গৌরীপুর উপজেলার ভাঙনামারি চরের মোহাম্মদ মানিক মিয়ার স্ত্রী মোসাম্মৎ দিলরুবা (৪০), নগরীর নাটকঘর লেনের সাইফুল ইসলামের মেয়ে রীতি (১৪) ও প্রীতি (৭)। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ভাঙনামারির নজরুল ইসলামের স্ত্রী শ্যামলী (২০) ও মোহাম্মদ মানিক মিয়ার মাহি (১৪)। গৌরীপুর থানার ওসি মির্জা মাজাহারুল আনোয়ার জানান, বালুবাহী একটি ট্রাক ময়মনসিংহ থেকে আসার পথে ময়মনসিংহগামী অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশার ছয়যাত্রী আহত হয়।...
পারিবারিক কলহের জেরে ছেলের হাতে বাবা খুন
নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে ছেলের হাতে বাবা কবির হোসেন খুন হয়েছেন। আজ রোববার (৩০ মার্চ) সকালে উপজেলার মাহামুদপুর ইউনিয়নের সালমদী এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, কবির হোসেনের প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তিনি দ্বিতীয় বিয়ে করেন। এ নিয়ে প্রবাস ফেরত দ্বিতীয় ছেলে সজীবের সঙ্গে বাবার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছেলে লাঠি দিয়ে পিটিয়ে বাবাকে হত্যা করে পালিয়ে যায়। আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ এনায়েত হোসেন জানান, পারিবারিক কলহের জের ধরে ছেলে বাবাকে পিটিয়ে হত্যা করে পালিয়ে যায়। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার জন্য পুলিশের অভিযান চলছে।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর