ঢাকাই সিনেমার দাপুটে খলনায়ক মিশা সওদাগর। প্রভাবশালী এ অভিনেতা পর্দায় যেমন দাপটের সঙ্গে খল চরিত্রে নিজেকে মেলে ধরেন, বাস্তব জীবনে তিনি অবশ্য ভিন্ন মানুষ। নিয়মিত নামাজ পড়েন। রোজার মাসটাও সিয়াম সাধনার মাধ্যমেই কাটান বলে জানিয়েছেন অভিনেতা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে মিশা সওদাগর রমজান নিয়ে কথা বলেছেন মিশা।। তিনি বলেন, আমরা অনেক ভাগ্যবান। আল্লাহ বাঁচিয়ে রাখলে ৩০টা রোজা রাখবে সবাই। যে কারণেই আল্লাহ সৃষ্টি করেছেন বা আমাদের উপরে বাধ্য করেছেন যাতে এটা আমরা সবাইকে নিয়েই করি। সম্মানের সাথেই করি এবং নিজেও সিয়াম সাধনার মাধ্যমে রোজা উদযাপন করি। আমি ব্যক্তিগতভাবে বলব, আমরা ঢাকাইয়া মানুষ। আমরা অনেক আগে থেকে রোজা রাখি। ছোটবেলা থেকেই রোজার সিস্টেমের মধ্যেই পড়ি। কাজের ব্যস্ততা থাকলেও রোজা ঠিকই রাখেন জানিয়ে অভিনেতা বলেন, যারা যারা কাজ করি, যতই কাজ করি না কেন...
'যতই কাজ থাকুক, নামাজ পড়ি-রোজা রাখি'
অনলাইন ডেস্ক

'দ্বন্দ্ব' ভুলে অমিতাভ-পুত্রকে বুকে জড়ালেন রেখা
অনলাইন ডেস্ক

বলিউডের রেখা-অমিতাভ বচ্চনের প্রেমের গল্প ছিল ওপেন সিক্রেট। দীর্ঘ সময় পেরিয়েছে। দুইজনের পথ এখন দুইদিকে। সংসার পেতেছেন অমিতাভ তবে একাই রয়ে গেলেন রেখা। সম্প্রতি এক মঞ্চে দেখা গেল রেখা-অমিতাভপুত্র অভিষেককে। বাহ্যত আর কোনও দূরত্ব নেই, মালিন্যও নেই! বরং, পরস্পরকে আলিঙ্গন করলেন ভীষণ আন্তরিকভাবে। এর আগে রেখা প্রকাশ্যেই হৃতিককে নিজের ছেলে বলে সম্বোধন করেছেন। কোই মিল গয়া ছবির সময় বলিউডের চিরসবুজ অভিনেত্রী আক্ষেপ করেছিলেন, যদি হৃতিকের মতো একটি ছেলে তাঁর থাকত! এবার বুকে টেনে নিলেন অভিষেক বচ্চনকে। ভিতরে ভিতরে যতই দ্বন্দ্ব থাক, অনুষ্ঠানের মঞ্চে ছবিশিকারিদের সামনে ব্যক্তিগত মান-অভিমান প্রকাশ করতে চান না তারকারা। বিশেষ করে বলিউডে। যে কারণে, অক্ষয় কুমার-শিল্পা শেঠির মধ্যে যতই দূরত্ব থাক, মঞ্চে তাঁরা কিন্তু হিট গান চুরাকে দিল মেরা গোরিয়াঁ চলিকে নতুন করে...
অতীত নিয়ে মুখ খুললেন প্রভা
অনলাইন ডেস্ক

অন্যান্য তারকার মতো ক্যারিয়ারের শুরুর দিকে খুব একটা বেগ পোহাতে হয়নি ছোটপর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে। শুরুর পথটা বেশ মসৃন পেয়েছিলেন অভিনেত্রী। নিজের মুখেই সম্প্রতি এক গণমাধ্যমে জানালেন অতীতের গল্প। প্রভা জানান, ক্যারিয়ারের শুরুরা অনেকটা আশির্বাদের মতোই কেটেছে তার। এইচএসসি পরীক্ষা দেয়ার সময় পর্দায় আসেন তিনি। অল্পতেই তারকাখ্যাতি পাওয়া প্রসঙ্গে প্রভা বলেন, তখন এতোবেশি রিয়েলাইজ করিনি। কিন্তু এখন করি। আমি একচুয়েলি ব্লেসড। ইন্ডাস্ট্রিতে আমার যেভাবে এন্ট্রি, এটা আসলে মুভির গল্পের মতো লাগে। এরকমই দেখায় যে একটা মেয়ে ইন্ডাস্ট্রিতে আসলো, একটা টিভিসি করল, তারপর সবাই চিনে গেল স্টার হয়ে গেল! আমার আসলে জার্নিটা এরকমই একটা জার্নি। নিজেকে বিলবোর্ডে দেখতে পছন্দ করেন জানিয়ে প্রভা বলেন, মনে আছে যখন অনেক বড় বড় বিলবোর্ডগুলো থাকতো যেহেতু আমি একটা...
মাসব্যাপী ইফতার বিতরণ করবেন ডিপজল
অনলাইন ডেস্ক

পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী ইফতার বিতরণ করবেন মনোয়ার হোসেন ডিপজল। গত সোমবার ফেসবুকে এক পোস্টে বিষয়টি তিনি জানিয়েছেন। রাজধানী ঢাকার গাবতলী, আগারগাঁও এবং মহাখালীর আশপাশের এলাকায় প্রতিদিন জনসাধারণের মাঝে ইফতার বিতরণ করছে এ অভিনেতার প্রতিনিধিরা। প্রিজন ভ্যান করে এই ইফতার বিতরণ কার্যক্রম চলছে বলে জানা গেছে। ফেসবুকে ইফতার বিতরণের কয়েকটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। দ্বিতীয় দিনের মতো ইফতার বিতরণ কার্যক্রম চলছে, ইনশাআল্লাহ পুরো রমজানজুড়ে অব্যাহত থাকবে। দোয়া ও সহযোগিতা কাম্য।’ news24bd.tv/এআর