মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বলেছেন যে, ইরান সম্ভবত এখন সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহী, যদিও দুই দেশের মধ্যে উত্তেজনা এবং হুমকি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়, ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, ইরান প্রথমে মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনার প্রতি আগ্রহী ছিল, তবে তার মতে, তেহরান তাদের অবস্থান পরিবর্তন করেছে। ট্রাম্প বলেন, মনে হয় সরাসরি আলোচনা হলে তা দ্রুততর হবে এবং আপনি অপর পক্ষকে আরও ভালোভাবে বুঝতে পারবেন। তারা মধ্যস্থতাকারীদের ব্যবহার করতে চেয়েছিল, কিন্তু এখন তা আর সত্য নয়। এদিকে, গত মাসে ট্রাম্প ইরানের নেতৃবৃন্দকে একটি চিঠি পাঠিয়েছিলেন, যাতে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করার আহ্বান জানানো হয়েছিল। তাছাড়া, তিনি ইরানকে সামরিক হামলার হুমকিও দিয়েছেন।ইরান সরাসরি আলোচনায় রাজি না হলেও, পরোক্ষ...
ইরান সরাসরি আলোচনা চায় ভেবে আশাবাদী ছিলেন ট্রাম্প
অনলাইন ডেস্ক

জাপানে ৬ মাত্রার ভূমিকম্প
অনলাইন ডেস্ক

জাপানের ওসুমি উপদ্বীপের পূর্ব উপকূলে ৬.০ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, স্থানীয় সময় রাত ১১টা ০৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল মিয়াজাকি প্রিফেকচারের দক্ষিণ অংশে ৪০ কিলোমিটার গভীরে। খবর সিনহুয়ার। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ৩১.০ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ১৩১.৫ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। জেএমএ আরও জানিয়েছে, এই ভূমিকম্পের ফলে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। ওসুমি উপদ্বীপ দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রধান দ্বীপ কিউশুতে অবস্থিত। এদিকে, ইন্দোনেশিয়াও আঘাত হেনেছে ভূমিকম্প। দেশটির পূর্বাঞ্চলীয় উত্তর মালুকু প্রদেশে ৫.৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানা যায়। ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু এবং ভূ-পদার্থবিদ্যা সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ এপ্রিল) ভোরে এ...
পণের টাকা না পেয়ে নববধূকে গেটেই অপেক্ষা করালেন ৪ দিন
অনলাইন ডেস্ক

৫০ হাজার টাকা পণের টাকা না পেয়ে নতুন বউকে বাড়িতে ঢুকতে দেননি শ্বশুরবাড়ির লোকজন। তবু হাল ছাড়েননি সেই তরুণী। গত চারদিন ধরে শ্বশুরবাড়ির গেটের সামনে পথে বসে রয়েছেন। এ ঘটনা উত্তরপ্রদেশের এ টু জেড কলোনির। স্বামীর সঙ্গে ইন্দোনেশিয়ায় হানিমুনে যান, নবদম্পতি ধুমধাম করে হোলিও উদযাপন করেন। এরপরই গোল বাঁধে, পণের জন্য নাকি নতুন বউকে বাড়িতিই ঢুকতে দেননি শ্বশুরবাড়ির লোকজন। অভিযোগে জানা গেছে, গত ২ ফেব্রুয়ারি শালিনী সিঙ্ঘলের বিয়ে হয় প্রণব সিঙ্ঘলের সঙ্গে। ১৫ ফেব্রুয়ারি দম্পতি ইন্দোনেশিয়ায় হানিমুনে যান, ফেরেন ১০ দিন পর। এরপর শালিনী ৫ মার্চ পর্যন্ত শ্বশুরবাড়িতেই ছিলেন। হোলির জন্য নিজের বাড়িতে যান। সেখান থেকে ৩০ মার্চ ফিরলে সমস্যার সূত্রপাত হয়। তাকে দেখে দরজা খুলতে রাজি হয়নি শ্বশুরবাড়ির লোকজন। জোর করে ঢোকার চেষ্টা করলেও গেটে তাকে আটকে দেওয়া হয়। বাধ্য হয়ে তিনি...
পেঙ্গুইনে ভরা দ্বীপেও শুল্ক বসালেন ট্রাম্প
অনলাইন ডেস্ক

নতুন করে পণ্য আমদানিতে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (২ এপ্রিল) ওয়াশিংটনের স্থানীয় সময় বিকেল চারটায় হোয়াইট হাউসে সংবাদ সম্মেলন করে শুল্ক আরোপের ঘোষণা দেন তিনি। ট্রাম্প যাদের ওপর শুল্ক আরোপ করেছেন, এর মধ্যে ভারত, ইউরোপীয় ইউনিয়ন ও ভিয়েতনামের মতো যুক্তরাষ্ট্রের বড় বাণিজ্যিক অংশীদারেরাও রয়েছে। ভারতের ওপর ২৭ শতাংশ, ইউরোপীয় ইউনিয়নের ওপর ২০ শতাংশ এবং ভিয়েতনামের ওপর ৪৬ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। পাশাপাশি ট্রাম্প প্রশাসনের তালিকায় ছিল অস্ট্রেলিয়ার অধীনে থাকা হার্ড ও ম্যাকডোনাল্ড দ্বীপ। এই দ্বীপগুলো ভারত মহাসাগরের দক্ষিণাঞ্চলে অবস্থিত এবং সেখানে পেঙ্গুইন ছাড়া কোনো মানুষ বসবাস করে না। হোয়াইট হাউসের এক কর্মকর্তা অবশ্য জানাচ্ছেন, দ্বীপগুলোকে তালিকাভুক্ত করা হয়েছে কারণ সেগুলো অস্ট্রেলিয়ার...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর