১৩৩ কোটি টাকা পাচারের অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর থানার মামলায় গ্রেপ্তার আলোচিত সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (৪ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এদিন দুপুর ১টা ২৩ মিনিটে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাজির করা হয়। এ সময় তাকে আদালতের হাজতখানায় রাখা হয়। পরে বিকেল ৩টার দিকে তাকে আদালতের কাঠগড়ায় তোলা হয়। তখন মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিআইডির পুলিশ পরিদর্শক মো. সায়েদুর রহমান তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। এ সময় আসামিপক্ষে জামিন চেয়ে আবেদন করা হয়। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে ৩ মার্চ অপরাধ তদন্ত...
সাদিক অ্যাগ্রোর স্বত্বাধিকারী ইমরানের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
নিজস্ব প্রতিবেদক

সাবেক ভূমিমন্ত্রী সাধন চন্দ্র চন্দ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
অনলাইন ডেস্ক

খুলনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী সাধন চন্দ্র চন্দ এবং তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (৪ মার্চ) এক প্রেস ব্রিফিংয়ে দুদকের অপরাধ বিভাগের মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানান। তিনি জানান, সস্ত্রীক প্রায় তিন কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ভোগদখলে রাখার অপরাধ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। এদিকে, ২০০৯ সালে ইকবাল কবীর জাহিদ নামের এক প্রার্থীকে সহকারী অধ্যাপক পদে জালিয়াতির মাধ্যমে নিয়োগের অভিযোগ প্রমাণিত হওয়ায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই ভিসি ড. আব্দুস সাত্তার ও ড. আনোয়ার হোসেনসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। news24bd.tv/আইএএম...
দণ্ড থেকে খালাস চেয়ে আমানের আপিলের রায় ৩০ এপ্রিল
নিজস্ব প্রতিবেদক

অবৈধ সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের অভিযোগের মামলায় ১৩ বছরের দণ্ড থেকে খালাস চেয়ে বিএনপি নেতা আমান উল্লাহ আমানের আপিলের রায়ের জন্য আগামী ৩০ এপ্রিল দিন ধার্য করেছেন আপিল বিভাগ। আজ মঙ্গলবার (৪ মার্চ) বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করে আমানের পক্ষের আইনজীবী বলেন, তার বিরুদ্ধে দুর্নীতির এ মামলার কোনো সম্পৃক্ততা নেই। এর আগে, ২০২৩ সালের ১২ সেপ্টেম্বর দুর্নীতির মামলায় ১৩ বছরের সাজার বিরুদ্ধে আপিল করেন বিএনপি নেতা আমান উল্লাহ আমান। আপিল আবেদনে তিনি খালাস চেয়েছেন। ২০০৭ সালের ৬ মার্চ সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রাজধানীর কাফরুল থানায় আমান দম্পতির বিরুদ্ধে মামলা করে দুদক। ওই বছরের ২১ জুন আমান উল্লাহ আমানকে ১৩ বছর এবং তার স্ত্রী সাবেরাকে তিন বছরের কারাদণ্ড দেন...
৩ বছরের দণ্ড থেকে খালাস মাহমুদুর রহমান
নিজস্ব প্রতিবেদক

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে সম্পদের হিসাব দাখিল না করার মামলায় তিন বছরের বিনাশ্রম কারাদণ্ড থেকে খালাস দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার (৩ মার্চ) বিচারপতি সহিদুল করিমের একক বেঞ্চ এ রায় দেন। মাহমুদুর রহমানের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন আইনজীবী পারভেজ হাসান। ২০১৫ সালে ঢাকার বিশেষ জজ আদালত-৩ তাকে তিন বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছিলেন। জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) নোটিশ পাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে সম্পদের বিবরণী দাখিল না করায় এই মামলা হয়েছিল। ২০১০ সালের ১৯ এপ্রিল দুদক মাহমুদুর রহমানকে নোটিশ পাঠিয়ে তার নিজের, স্ত্রীর এবং তার ওপর নির্ভরশীলদের নামে থাকা সম্পদের হিসাব চেয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে বিবরণী দাখিল না করায় ১৩ জুন দুদকের উপপরিচালক নূর আহম্মেদ গুলশান...