মুঘল সম্রাট আওরঙ্গজেবের সমাধি মহারাষ্ট্র থেকে সরিয়ে নেওয়ার দাবিকে কেন্দ্র করে নাগপুরে সহিংসতা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েকটি এলাকায় কারফিউ জারি করেছে প্রশাসন। পুলিশ কমিশনার রবীন্দ্র কুমার সিঙ্গাল নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারার আওতায় নির্দেশ জারি করেছেন। এতে নাগপুরের কোতোয়ালি, গণেশপেঠ, তহসিল, লাকাদগঞ্জসহ ১১টি থানার আওতাভুক্ত এলাকায় নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। ঘটনার সূত্রপাত সোমবার, যখন বজরং দল আওরঙ্গজেবের সমাধি সরানোর দাবিতে বিক্ষোভ করে। বিক্ষোভকারীরা সম্রাটের ছবি ও সবুজ কাপড়ে মোড়ানো প্রতীকী সমাধি পুড়িয়ে ফেলে। পরে ধর্মগ্রন্থ পোড়ানোর গুজবে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যার ফলে সংঘর্ষ বাধে। নাগপুরে সহিংসতার ঘটনায় পুলিশের ওপর পাথর নিক্ষেপ ও গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে...
আওরঙ্গজেবের সমাধি অপসারণ দাবিতে নাগপুরে সহিংসতা, কারফিউ জারি
অনলাইন ডেস্ক

‘ট্রাম্পের সঙ্গে পরামর্শ করেই হামলা চলছে, সমগ্র নরক ভেঙে পড়বে’

দ্বিতীয় দফা যুদ্ধবিরতি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফিলিস্তিনের গাজা উপত্যকায় ব্যাপক আকারে বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। বেঞ্জামিন নেতানিয়াহু সরকার মঙ্গলবার (১৮ মার্চ) এই হামলার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পরামর্শ করেছিল বলে জানিয়েছে হোয়াইট হাউস। আজ কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-জাজিরা ও বার্তা সংস্থা রয়টার্সের পৃথক প্রতিবেদনে এ কথা জানা গেছে। খবর বলা হচ্ছে, ইসরায়েলের এই হামলায় এখন পর্যন্ত ২০৫ জনের মৃত্যুর খবর মিলেছে। ক্ষণে ক্ষণেই বাড়ছে নিহতের সংখ্যা। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছেন, গাজায় সবশেষ আক্রমণ শুরু করার আগে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে পরামর্শ করেছিল ইসরাইল। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প যেমন স্পষ্ট করে বলেছেন, হামাস, হুথি, ইরান যারা কেবল...
স্ট্যাচু অব লিবার্টি ফেরত চাইলেন ফরাসি আইনপ্রণেতা
অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের অন্যতম ঐতিহ্যবাহী প্রতীক স্ট্যাচু অব লিবার্টি ফেরত চাইলেন ফ্রান্সের এক আইনপ্রণেতা। তার দাবি, যে মূল্যবোধের প্রতীক হিসেবে এই ভাস্কর্য যুক্তরাষ্ট্রকে উপহার দেওয়া হয়েছিল, বর্তমান ট্রাম্প প্রশাসন তা সম্মান করছে না। ফরাসি সংবাদমাধ্যমের বরাতে হিন্দুস্তান টাইমস জানায়, ফরাসি পার্লামেন্ট সদস্য রাফায়েল গ্লাকসম্যান যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন স্ট্যাচু অব লিবার্টি ফিরিয়ে দেয়। রোববার এক জনসমাবেশে তিনি বলেন, আমরা সেই আমেরিকানদের উদ্দেশে বলছি, যারা অত্যাচারীদের পক্ষ নিয়েছে, যারা গবেষকদের বরখাস্ত করছেতাদের উচিত স্ট্যাচু অব লিবার্টি ফিরিয়ে দেওয়া। গ্লাকসম্যানের মতে, ট্রাম্প প্রশাসনের বিতর্কিত সিদ্ধান্ত, যেমন ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে নীতি পরিবর্তন ও গবেষণা খাতে বরাদ্দ হ্রাস, যুক্তরাষ্ট্রের মূল্যবোধের পরিপন্থী।...
আলোচনা ভেস্তে যাওয়ার পর গাজায় চলছে তাণ্ডব, নিহত বেড়ে ২০৫
অনলাইন ডেস্ক

যুদ্ধবিরতির দ্বিতীয় দফা আলোচনা ভেস্তে যাওয়ার পরই ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকায় তাণ্ডব শুরু করেছে। ইসরায়েলের ব্যাপক আকারে বিমান হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ২০৫ ফিলিস্তিনি নাগরিকের মৃত্যুর খবর মিলেছে। কিছুক্ষণ পরপরই মৃত্যুর সংখ্যা বাড়ার খবর দিচ্ছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা মঙ্গলবার (১৮ মার্চ) সকালে এই তথ্য দিয়েছে। আরও পড়ুন জাতিসংঘের কঠোর সমালোচনা করলেন মোদি, হঠাৎ চটলেন কেন? ১৭ মার্চ, ২০২৫ আল-জাজিরা বলছে, ইসরায়েলি বিমান হামলায় গাজায় কমপক্ষে ২০৫ ফিলিস্তিনি নিহত এবং অনেকে আহত হয়েছেন। চলতি বছর হামাসের সঙ্গে যুদ্ধবিরতির পর গাজায় এটিই ইসরাইলের সবচেয়ে বড় হামলা। সংবাদমাধ্যমটি আরও বলছে, গাজা উপত্যকার উত্তরে অবস্থিত গাজা সিটিতেই ইসরায়েলি বিমান হামলায় ২০ জন নিহত এবং ৫০ জনেরও বেশি মানুষ আহত...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর