বলিউডের ধক ধক গার্ল মাধুরী দীক্ষিত। তাকে শেষ বড় পর্দায় দেখা গেছে ভুলভুলাইয়া ৩ ছবিতে। আনিস বাজমী পরিচালিত ছবিটি বক্স অফিসে দারুণ সফলতা পায়। সম্প্রতি উদযাপিত হয়েছে আইফার ২৫তম বার্ষিকী। জয়পুরে বসেছিল আইফার এবারের আসর। শুরুতে মুখোমুখি আড্ডায় উপস্থিত ছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত ও অস্কারজয়ী প্রযোজক গুণিত মোঙ্গা। আইফার মঞ্চে নারীর ভ্রমণ শীর্ষক আলাপচারিতায় মাধুরী জানান, বিয়ের পরই তিনি প্রকৃত জীবন উপভোগ করছেন। বিয়ের আগে তিনি প্রচুর কাজ করতেন। তিন শিফটে কাজ করতেন অভিনেত্রী। তার ভাষ্যে, সত্যিকারের জীবন আমি বিয়ের পর উপভোগ করছি। আমার স্বামী আর সন্তানদের সঙ্গে যে জীবন এখন আমি কাটাচ্ছি, তা আমার কাছে স্বপ্নের মতো। আমি আবার রুপালি জগতে ফিরে এসেছি। কারণ, এটাই আমার স্বপ্ন ছিল। উল্লেখ্য, মাধুরী দীক্ষিত ১৯৮৪ সালে হীরেন নাগ পরিচালিত অবোধ...
সত্যিকারের জীবন আমি বিয়ের পর উপভোগ করছি: মাধুরী
অনলাইন ডেস্ক

নতুন ভিডিও প্রকাশ, কোথায় আছেন মমতাজ
অনলাইন ডেস্ক

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে দেখা গেছে তার নাতনির সঙ্গে। ভিডিওটি দেখে মিশ্র প্রতিক্রিয়া প্রকাশ করছেন নেটিজেনরা। কেউ বলছেন গানকে ভালোবেসে শ্রম ও মেধার জোরে শূন্য থেকে চূড়ায় উঠার উদাহরণ মমতাজ। কেউ আবার বলছেন, ভোটচোর, স্বৈরাচারের দোসর, পালিয়ে যাওয়া আপার সৈনিক ইত্যাদি। তারা জানতে চাইছেন কোথায় আছেন মানিকগঞ্জ-সিংগাইর (মানিকগঞ্জ-২) আসনের এই সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই কোথাও দেখা যায়নি তাকে। ১৭ মার্চ মমতাজের নিজ গ্রামের একাধিক লোকের সাথে যোগাযোগ হয় একটি জাতীয় গণমাধ্যমের। গ্রামবাসী জানান, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়ার পর থেকে মতাজের কোনো হদিস নেই। কখনো শোনা যায় তিনি দেশে, কখনো আবার খবর আসে বিদেশে চলে গেছেন...
ফিল্মফেয়ার গ্ল্যামার এন্ড স্টাইল অ্যাওয়ার্ড পেলেন জয়া
নিজস্ব প্রতিবেদক

জয়া আহসান ফিল্মফেয়ার গ্ল্যামার এন্ড স্টাইল অ্যাওয়ার্ডে ট্রেডিশনাল কুইন অব দ্য ইয়ার পুরস্কার পেয়েছেন। সোমবার (১৭ মার্চ) সন্ধ্যায় প্রথমবার কলকাতায় এই অ্যাওয়ার্ড শো অনুষ্ঠিত হয়েছে। এদিন জয়া পরেছিলেন একটি অলিভ রঙের সাইনি সিল্ক হাই স্লিট গাউন। যা জয়ার জন্য এক্সক্লুসিভলি ডিজাইন করেছেন বাংলাদেশের স্বনামধন্য ডিজাইনার সানায়া চৌধুরী। টেনে বাধা চুল আর হালকা গয়নায় জয়ার গ্ল্যামার এতোটাই তিব্র হয়ে উঠেছে যে, তার দিক থেকে যেন চোখ ফেরানোই দায়! ফিল্মফেয়ার গ্লামার এন্ড স্টাইল অ্যাওয়ার্ড প্রথমবার জিতলেও এর আগে অভিনয়ের জন্য তিনি একাধিক ফিল্মফেয়ার জিতেছেন। News24d.tv/কেআই
আত্মহত্যা করতে চাইলেন ভাইরাল তরমুজ বিক্রেতা, যা বললেন শামীম
অনলাইন ডেস্ক

রাজধানীর কারওয়ান বাজারের তরমুজ বিক্রেতা রনি। ওই কিরে ওই কিরে, মধু রসমালাইসহ আরো নানা মন্তব্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল তিনি। ভাইরাল হওয়ার পর থেকেই সেই তরমুজ বিক্রেতাকে দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছে অনেক মানুষ। ফলে নতুন এক বিড়ম্বনার মুখে পড়েছেন ভাইরাল সেই তরমুজ বিক্রেতা। সেই তরমুজ বিক্রেতার দোকানে অনেকেই বিনা কারণে এসে ভিড় জমাচ্ছেন। ভিডিও করছেন। ফলে ক্রেতারা সেই তরমুজ বিক্রেতার দোকান এড়িয়ে যাচ্ছেন। এমন অবস্থায় তরমুজ বিক্রি করতে না পেরে ভেঙে পড়েছেন সেই বিক্রেতা। তার প্রায় দেড় লাখ টাকার তরমুজ এখনো অবিক্রীত রয়ে গেছে বলে জানিয়েছেন তিনি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাস দিয়েছেন অভিনেতা শামীম হাসান সরকার। তিনি লিখেছেন, তরমুজ ব্যবসায়ীকে দিয়ে সবাই ফেসবুকে বা নিজের ব্র্যান্ডিং করে ডলার কামাইলো, অপরদিকে ওই তরমুজ...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর