নির্বাচন কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের আগামীকাল বুধবারের কর্মসূচি অপারেশনাল হল্ট (কর্মবিরতি) স্থগিত করা হয়েছে। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নিজেদের কাছে রাখার দাবিতে এ কর্মসূচি পালনের কথা ছিল তাদের। মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলন করে কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন বলেন, আমাদের দাবি নিয়ে ইসি তৎপর রয়েছে। সরকারের কাছে ও ঐকমত্য কমিশনে চিঠি পাঠিয়েছি, এনআইডি ইসির অধীনে থাকা উচিত। ইসি সচিবালয়ের সিনিয়র সচিবও আশ্বস্ত করেছেন। এ জন্য সাধারণের সার্বিক সেবার কথা বিবেচনা করে ও আশ্বাসে বুধবারের অপারেশনাল হল্ট কর্মসূচি স্থগিত করেছি আমরা। দাবি পূরণের প্রক্রিয়া বিলম্বিত হলে আগামী দিনে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান...
আগামীকাল স্থগিত ইসির কর্মকর্তা-কর্মচারীদের ‘অপারেশনাল হল্ট’ কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক

ঈদে সরকারি হাসপাতালগুলোর জন্য ১৬ নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক

ঈদুল ফিতরের ছুটিতে রোগীদের সেবা নিশ্চিত করতে দেশের সব সরকারি হাসপাতালের জরুরি বিভাগ, লেবার রুম, জরুরি অস্ত্রোপচার এবং পরীক্ষাগার চালু রাখাসহ ১৬টি নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত চিঠিতে বেসরকারি হাসপাতালগুলোতেও জরুরি সেবা চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনাগুলো হল- (১) জরুরি বিভাগে প্রয়োজনের অতিরিক্ত চিকিৎসক পদায়নের মাধ্যমে সার্বক্ষণিক চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করতে হবে। (২) জরুরি বিভাগ ও লেবার রুম, ইমার্জেন্সি ওটি, ল্যাব সার্বক্ষণিক চালু রাখতে হবে। (৩) কর্মস্থলে পর্যাপ্ত জনবল ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে ঈদের আগে ও পরে সমন্বয় করে জনবলকে পর্যায়ক্রমে ছুটি দেওয়া যেতে পারে। (৪) প্রতিষ্ঠান প্রধান নিরবচ্ছিন্ন জরুরি চিকিৎসা...
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন সিনেটর গ্যারি পিটার্সের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের সিনেটর গ্যারি পিটার্সের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ মঙ্গলবার (১৮ মার্চ) সেনাসদরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি তারা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কোন্নয়ন এবং উভয় দেশের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন উপস্থিত ছিলেন। news24bd.tv/আইএএম/এআর
ঈদে নৌযাত্রীদের নিরাপত্তায় থাকবে বিশেষ টহল কার্যক্রম: সাখাওয়াত হোসেন

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নৌপথের যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে পবিত্র ঈদুল ফিতর ২০২৫ উপলক্ষে দেশের বিভিন্ন নৌপথে জলযানসমূহ সুষ্ঠুভাবে চলাচল এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণসহ যথাযথ কর্মপন্থা গ্রহণের লক্ষ্যে আয়োজিত সভায় জুম প্লাটফর্মে সংযুক্ত হয়ে তিনি এই আহ্বান জানান। সভায় উপদেষ্টা বলেন, আসন্ন ঈদে দেশের বিভিন্ন নৌপথে জলযানসমূহ সুষ্ঠুভাবে চলাচল এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করছে। ইতোমধ্যে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে দূরপাল্লার...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর