নারী ও শিশু নির্যাতন আইনের সংশোধনী পাস হয়েছে উপদেষ্টা পরিষদের সভায়। এছাড়াও আরও তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবারের সভায়।আজ বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। সভায় নেওয়া পাঁচ সিদ্ধান্ত ১. নারী ও শিশু নির্যাতন আইন এর সংশোধনী পাস হয়েছে। ২. সরকারি ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও প্রতিযোগিতা বাড়াতে এবং সিন্ডিকেট ভাঙতে পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী আনা হয়েছে। প্রাক্কলিত মূল্যের ১০ পার্সেন্টের কম হলে টেন্ডার প্রস্তাব বাতিলের যে বিধান তা বাতিল করা হয়েছে। পূর্বের কাজের মূল্যায়নের জন্য যে ম্যাট্রিক্স ছিল, যেটা থাকার কারণে একই প্রতিষ্ঠান বার বার কাজ পেতো, তা বদলে নতুন সক্ষমতা ম্যাট্রিক্স করা হবে। এতে করে সিন্ডিকেট ভাঙা সম্ভব...
উপদেষ্টা পরিষদের সভায় যেসব সিদ্ধান্ত নেওয়া হলো
নিজস্ব প্রতিবেদক

রণজিৎ ও তার পরিবারের স্থাবর-অস্থাবর ক্রোকের আদেশ
নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন সাবেক সংসদ সদস্য রণজিৎ কুমার রায়, তার স্ত্রী নিয়তি রানী রায়, দুই ছেলে রাজীব কুমার রায় ও সজীব কুমার রায়ের স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন। বৃহস্পতিবার আদালত তাদের মোট ২৫টি ব্যাংক হিসাব, ৫৩টি ব্যাংক হিসাব রাজীবের এবং সজীবের ১২টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেন। এছাড়া রাজীবের স্ত্রী ঋষিতা সাহার ২০টি, সজীবের স্ত্রী অনিন্দিতা মালাকারের ছয়টি ব্যাংক হিসাবও অবরুদ্ধ করা হয়েছে। দুদকের তথ্য অনুযায়ী, রণজিৎ কুমার রায়ের বেশির ভাগ স্থাবর সম্পদ যশোরে অবস্থিত। এছাড়া, বগুড়া-৫ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমানের সাতটি ব্যাংক হিসাবও অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে। তার ব্যাংক হিসাবগুলোতে মোট ৯৪ লাখ ৮ হাজার ৫৯২ টাকা জমা রয়েছে।...
আমু ও তার পরিবারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা
অনলাইন ডেস্ক

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমু, তার শ্যালিকা ও মেয়ের বিরুদ্ধে আলাদা তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২০ মার্চ) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। প্রথম মামলায় আমুর বিরুদ্ধে ২৬ কোটি ২৭ লাখ ৮১ হাজার ৪৬১ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তার ১৪টি ব্যাংক হিসেবে ৩১ কোটি ৪৭ লাখ ৯২ হাজার ৭০৮ টাকার লেনদেনের অভিযোগ আনা হয়েছে। দ্বিতীয় মামলায় তার শ্যালিকা সৈয়দা হক মেরী ও আমুকে আসামি করা হয়েছে। অভিযোগে সৈয়দা হক মেরীর কোনও বৈধ আয়ের উৎস না থাকা সত্ত্বেও তার স্বামীর সহযোগিতায় অবৈধ উপায়ে ৭ কোটি ৬৬ লাখ ৯১ গাজার ৬৭০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনসহ তার নামীয় ১৩টি ব্যাংক হিসাবে ৬২ কোটি ৬৮...
১৯২ জনকে যুগ্মসচিব পদে পদোন্নতি

১৯২ জন উপসচিবকে যুগ্মসচিব পদে পদোন্নতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। আজ বৃহস্পতিবার (২০ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, পদোন্নতির আদেশে উল্লেখিত কর্মস্থল হতে কোনো দপ্তর/কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম/ঠিকানা উল্লেখ করে তিনি যোগদান পত্র দাখিল করবেন। যুগ্মসচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ তাদের যোগদান পত্র সরাসরি সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর অথবা অনলাইনে দাখিল করবেন। আরও পড়ুন দেশে ঈদ কবে, যা জানালো আবহাওয়া অধিদপ্তর ১৫ মার্চ, ২০২৫ প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। যুগ্মসচিব পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের তালিকা...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর