গাজীপুর শহরের শিববাড়ি এলাকায় বাস এবং একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে এক নারী ও এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। এ সময় বিক্ষুব্ধ জনতা বাসে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার মোহাম্মদ রিয়াজ উদ্দিন জানান, আজ (৩১ মার্চ) সোমবার সকাল দশটার দিকে গাজীপুর চৌরাস্তা থেকে একটি সিএনজি গাজীপুর শহরের দিকে যাচ্ছিল। সিএনজিটি গাজীপুর শহরের শিববাড়ি মোড়ে পৌছালে বিপরীত দিক থেকে আসা এলিভেটেড সড়ক দিয়ে চলাচলকারী দ্রুতগামী বাস সিএনজিকে চাপা দেয়। এ সময় সিএনজিতে থাকা যাত্রী শিশু তাবাসসুম (৫) ও ফুফু ঘটনাস্থলে মারা যান। তিনি আরও বলেন, স্থানীয়রা সিএনজি চালক ও অপর যাত্রীদেরকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।...
গাজীপুরে বাস-সিএনজি সংঘর্ষে নারী ও শিশুর মৃত্যু, বাসে আগুন
গাজীপুর প্রতিনিধি

গোর-এ-শহীদে দেশের বৃহত্তম ঈদ জামাত
অনলাইন ডেস্ক

দিনাজপুরের গোর-এ-শহীদ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দেশের সবচেয়ে বড় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ মার্চ) সকাল ৯টায় ঈদের প্রথম নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন হাফেজ মাওলানা মাহফুজুর রহমান। ২৩ একর জমি নিয়ে বিস্তৃত গোর-এ-শহীদ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায়ের জন্য সারা দেশ থেকে মুসল্লিরা অংশ নেন। জামাতে অংশগ্রহণ করতে খুব সকাল থেকেই দিনাজপুর সদর উপজেলাসহ জেলার আশপাশের উপজেলা ও বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মুসল্লির পদচারণায় মুখরিত হয়ে উঠে ঈদগাহ ময়দান। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রচণ্ড রোদ ও গরমকে উপেক্ষা করে উপমহাদেশের বৃহৎ এই ঈদগাহ ময়দানে একসঙ্গে লাখো মুসল্লি ঈদের নামাজ আদায় করে। ঈদের নামাজের ইমামতি করেন আননুজুস মাদ্রাসার প্রধান মাওলানা মো. মাহফুজুর রহমান। এসময় তিনি দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত...
ঈদের দিনে চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫
অনলাইন ডেস্ক

চট্টগ্রামের লোহাগড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন এবং ছয়জন আহত হয়েছেন। সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে লোহাগড়ার জাঙ্গালিয়া মাজার গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সৌদিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে একটি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে লোহাগড়া ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা হয়নি। news24bd.tv/DHL
ঈদের রাতে লঞ্চে হামলা-লুটপাট: ১৩ যাত্রী কারাগারে
অনলাইন ডেস্ক

ঢাকা থেকে বরগুনাগামী এমভি রয়েলক্রুজ-২ লঞ্চে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে ১৩ যাত্রীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। রোববার (৩০ মার্চ) সন্ধ্যায় বরগুনার বেতাগী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অভিজিৎ সরকার সুব্রত এ আদেশ দেন। রোববার (৩০ মার্চ) বিকেল সাড়ে ৫টায় ঢাকার সদরঘাট থেকে এমভি রয়েলক্রুজ-২ লঞ্চটি বরগুনার উদ্দেশে ছেড়ে আসে। অভিযোগ উঠেছে, লঞ্চের কর্মচারীরা নির্ধারিত ৪০০ টাকার পরিবর্তে ৮০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত ভাড়া আদায়ের চেষ্টা করেন। যাত্রীরা এর প্রতিবাদ করলে লঞ্চ কর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়, যাতে দুই পক্ষের অন্তত ২০-২৫ জন আহত হন। পরদিন সকালে লঞ্চটি বরগুনার বেতাগী লঞ্চঘাটে পৌঁছালে পুলিশ ১৮ জনকে আটক করে। পরে লঞ্চ কর্তৃপক্ষ ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করলে তাদের কারাগারে পাঠানো হয়। লঞ্চের সুপারভাইজার এস এম খাইরুল...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর