ফরিদপুরের ভাঙ্গায় বিয়ের গেটে পার্টি স্প্রে দেওয়াকে কেন্দ্র করে বর ও কনেপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে বউ না নিয়েই ফেরত গেছে বরপক্ষ। শুক্রবার (৪ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের পুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও কনের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের পুটিয়া গ্রামের সামেদ আলী মাতুব্বরের মেয়ের সঙ্গে পার্শ্ববর্তী সদরপুর উপজেলার চরব্রহ্মনদী ভেন্নতুলী গ্রামের তৈয়ব মোল্লার ছেলে প্রবাসী নাঈম মোল্লার মোবাইলফোনে কাবিন হয়। শুক্রবার (৪ এপ্রিল) বিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বরযাত্রীরাও চলে আসে। ৪০০-৫০০ লোকের আয়োজন করা হয়। বরপক্ষ থেকে আসে ১২০ জন। পরে বিয়ের গেটে পার্টি স্প্রে দেওয়া নিয়ে দুই পক্ষ মারামারিতে জড়িয়ে পড়ে। এসময় কনের বাবাসহ বেশ কয়েকজন আহত হন। একপর্যায়ে বরযাত্রীরা বউ না নিয়ে ফেরত...
বিয়ের গেটে পার্টি স্প্রে দেওয়া নিয়ে তুলকালাম, ভাঙলো বিয়ে
নিজস্ব প্রতিবেদক

বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় সেনা সদস্য নিহত
শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় আল মামুন (৩০) নামের এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার (৫ এপ্রিল) দুপুরে সদর উপজেলার বালারবাজার সুবচনী সড়কের নয়ারাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আল মামুন ডামুড্যা উপজেলার ধানকাটি ইউনিয়নের বাহেরচর এলাকার মৃত মান্নান সরদারের ছেলে। তিনি দিঘীনালা সেনানিবাসে সৈনিক পদে কর্মরত ছিলেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আল মামুন গত বুধবার ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। শনিবার দুপুরে তিনি একটি মোটরসাইকেলযোগে বাড়ি থেকে রওনা হয়ে শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় তিনি বালারবাজার সড়কের নয়ারাস্তায় আসলে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। ঘটনার প্রত্যক্ষদর্শী বাদল...
টাঙ্গাইলে ধান ক্ষেত থেকে বৃদ্ধার লাশ উদ্ধার
টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের কালিহাতীতে ধান ক্ষেত থেকে ফজিলা বেগম (৭০) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার আউলিয়াবাদ মাঝিপাড়া এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়। মৃত ফজিলা বেগম উপজেলার আউলিয়াবাদ মাঝিপাড়া গ্রামের মৃত চান মাহমুদের স্ত্রী। পুলিশ ও স্থানীয়দের ধারণা, ওই বৃদ্ধাকে হত্যা করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাত ৩টার দিকে মেয়েরা ফজিলা বেগমকে ডাকাডাকি করে। কিন্তু তারা কোনো সাড়াশব্দ পায়নি। ওই সময় ঘরটির দরজা ও জানালা বন্ধ ছিল। পরে শনিবার সকাল ঘরে না পেয়ে মেয়েরা তাকে খুঁজতে থাকেন। পরে বাড়ি পাশের ধান খেতে লাশটি দেখতে পান। ওই সময় ফজিলা বেগমের মুখে কাঁদা মাখানো ছিল। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। খবর পেয়ে পুলিশে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ফজিলা বেগম স্বজনদের ধারণা,...
জয়পুরহাটে দুর্ধর্ষ ডাকাতি, চার দোকান থেকে ৩৪ লাখ টাকার মালামাল লুট
জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার মোহনপুর বাজারে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গেল রাত (শুক্রবার) তিন টার দিকে এ ঘটনা ঘটে। ২০-২৫ জনের ডাকাতদল বাজারের সাতজন নৈশ্যপ্রহরীকে মারপিট করার পর বেঁধে রেখে চারটি দোকান থেকে ৩৪ লাখ টাকার মালামাল লুট করে পিকআপে নিয়ে যায় । ক্ষতিগ্রস্থ দোকানিরা জানান, শুক্রবার আনুমানিক রাত ৩ টায় ডাকাতদল মিনি ট্রাক নিয়ে মোহনপুর বাজারে এসে নৈশ্যপ্রহরীদের মারপিট করে বেঁধে রাখে। পরে বাজারের মেহেদী হাসানের কীটনাশকের দোকানের তালা কেটে ৩০ লাখ টাকার কীটনাশক, সাইফুলের মুদিখানার দোকান থেকে নগদ টাকাসহ ৭ লাখ টাকার মালামাল, সানাউল এর কীটনাশক দোকান থেকে আনুমানিক ৫ লাখ টাকার মালামাল ও ফজলুর রহমানের ইলেকট্রনিক্স এর দোকান থেকে আনুমানিক ৩ লাখ টাকার মালামাল লুট করে পিকআপে নিয়ে পালিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ সুপার আব্দুল ওয়াহাব ডাকাতি ঘটনাস্থল...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর