ঝালকাঠির নলছিটির রায়াপুর এলাকায় বাগানের গাছে একই দড়িতে মা ও ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটেছে। আজ রোববার সকালে গাছের সঙ্গে ঝুলন্ত লাশ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে নলছিটি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। নিহত ওই মায়ের নাম রুবি বেগম (৫০) ও ছেলে আসাদ (৩৫)। মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ওসি আব্দুস সালাম। রুবি বেগম ওই গ্রামের আবু হানিফ মাঝির স্ত্রী ও আসাদ তাদের ছেলে। এলাকাবাসীর ধারণা, জমি সংক্রান্ত বিরোধের জেরে তাদেরকে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হতে পারে। নলছিটি থানার ওসি আব্দুস সালাম ও এসআই বেলায়েত হোসেন জানান, তারা খুলনাতে বসবাস করতো। ঈদে নিজ বাড়িতে এসে অবস্থান করছিলেন। পুলিশ জানায়, ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। মরদেহ দুটি মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু...
একই দড়িতে ঝুলছিল মা-ছেলের মরদেহ
নিজস্ব প্রতিবেদক

রাতে জানালা দিয়ে গন্ধ এলো নাকে, জ্ঞান ফিরতেই সর্বস্বান্ত পরিবার
অনলাইন ডেস্ক

নড়াইল সদর উপজেলায় জানালা দিয়ে চেতনা নাশক ছিটিয়ে বাড়ির সদস্যদের অজ্ঞান করে নগদ টাকা, সোনার গহনাসহ মূল্যবান জিনিসপত্র লুটের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার (৫ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার শেখহাটি বাজার পাড়া এলাকায় তৌহিদুল জামান হেলালের বাড়িতে ঘটনাটি ঘটে। ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাত লোকজন শনিবার দিবাগত রাতে উপজেলার শেখহাটি গ্রামের বাজার পাড়া এলাকার তৌহিদুল জামান হেলালের ঘরের জানালা দিয়ে চেতনা নাশক ওষুধ স্প্রে করে। পরবর্তীকালে জানালার টিন সরিয়ে ঘরে ঢুকে নগদ অর্থ,২ ভরি ওজনের সোনার গহনা, কাপড়, তিনটি ফ্যান, মোবাইল, টিভিসহ প্রয়োজনীয় মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। আজ রোববার (৬ এপ্রিল) সকালে স্থানীয়রা তৌহিদুল তার স্ত্রী আশা বেগম ও মা আছিয়া বেগমকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন। নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের...
কক্সবাজারে সংঘর্ষে নিহত ৩
নিজস্ব প্রতিবেদক

জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আজ রোববার বেলা ১১টার দিকে কক্সবাজারের উখিয়ার কুতুপালং এলাকায় উখিয়া উপজেলার কুতুপালং এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- স্থানীয় মসজিদের খতিব ও জামায়াত নেতা নাজির হোসেনের ছেলে মাওলানা আবদুল্লাহ আল মামুন, মোহাম্মদ হোসেনের ছেলে আব্দুল মান্নান (৩৭) ও তার বোন শাহিনা বেগম (৪০)। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী বলেন, কক্সবাজারের উখিয়ার কুতুপালং এলাকায় জমি বিরোধ নিয়ে দুপক্ষের সংঘর্ষ হয়। এতে তিনজন নিহত হয়েছেন। এ ছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছেন। তিনি আরও বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো যাবে বলেও জানান তিনি।...
শরীয়তপুরে শতাধিক বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৮
নিজস্ব প্রতিবেদক

শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নে দুই পক্ষের সংঘর্ষ ও বোমা বিস্ফোরণের ঘটনায় প্রধান অভিযুক্ত চেয়ারম্যান কুদ্দুস বেপারী (৫৪)সহ মোট ৮ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার দুপুর ১২টার দিকে পুলিশের একাধিক সূত্র গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, বরিশাল র্যাব-৮ এর একটি বিশেষ অভিযানে এদের মধ্যে দুলাল বেপারীকেও গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে র্যাব-৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ রোববার বিকেল সাড়ে ৩টায় বরিশালের রুপাতলির র্যাব ব্যাটালিয়ন সদর দপ্তরে সাংবাদিকদের ব্রিফ করবেন। অন্যদিকে, নাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আদিবুর রহমান জানিয়েছেন, পৃথক অভিযানে অন্তত ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সংঘর্ষে জড়িত বাকি ব্যক্তিদের আটকে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারদের নাম-পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর