বিশ্ব মহাদেশ থেকে ফিলিস্তিনকে মুছে দিতে দেশটির ওপর ইসরায়েলের নির্মম হামলার প্রতিবাদ ও গাজাবাসীর ডাকা হরতালের সমর্থনে বরগুনার বামনা উপজেলায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এর আয়োজন করে বামনা উপজেলা সর্বস্তরের মুসলিম জনতা। সোমবার বিকালে উপজেলার গোলচত্বরের স্মৃতিসৌধের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিল বের করে বামনা উপজেলা সর্বস্তরের মুসলিম জনতা। জায়নবাদী ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বামনা উপজেলার সকল স্তরের জনগণ কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিবাদ করেন। এই বিক্ষোভ মিছিলে অংশ নেয়া জনতা স্লোগান দেন ইসরায়েলের কালো হাত, ভেঙে দাও ভেঙে দাও, ফিলিস্তিন জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদসহ নানা স্লোগান। তারা বলেন, বামনার জনগণকে ইসরায়েলের সকল পণ্য বয়কট করার আহ্বান জানানো হয় বিক্ষোভ সমাবেশ থেকে। বিশ্ব মুসলিম রাষ্ট্রগুলো ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান...
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বরগুনার বামনায় বিক্ষোভ, ইসরায়েলি পণ্য বয়কটের ডাক
বরগুনা প্রতিনিধি

আন্দোলনের মূল উদ্দেশ্য বাস্তবায়নে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের ৫ দাবি
অনলাইন ডেস্ক

বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের পক্ষ থেকে জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের মূল উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে ৫ দফা দাবি তুলে ধরা হয়েছে। সোমবার (৭ এপ্রিল) এক বিবৃতিতে তারা এ দাবি তুলে ধরে। দাবিগুলো হলো: ১. সিভিল প্রশাসনে কর্মরত সকল ক্যাডার, নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে যারা ফ্যাসিস্টদের দোসর ও দুর্নীতি পরায়ণ, তাদের অবিলম্বে চাকরি থেকে অপসারণ এবং আইনের আওতায় আনতে হবে। ২. নিরপেক্ষ প্রশাসনিক কাঠামো নিশ্চিত করার স্বার্থে সব চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করতে হবে। ৩. ফ্যাসিস্ট আমলে বৈষম্যের শিকার বর্তমানে কর্মরত সকল ক্যাডার, নন-ক্যাডার কর্মকর্তা / কর্মচারীদেরকে মন্ত্রণালয়ের সচিবসহ অন্যান্য সংস্থা/দপ্তরের গুরুত্বপূর্ণ পদে পদায়ন করতে হবে। ৪. বৈষম্যের শিকার এখনো বঞ্চিত সকল ক্যাডার, নন-ক্যাডার কর্মকর্তা/কর্মচারীকে পদোন্নতিসহ...
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ, ট্রান্সকমের পণ্য বর্জনের ডাক

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে কক্সবাজারে বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ জনতা। বিক্ষোভ মিছিল চলাকালে কেএফসি ও পিৎজা হাটে ভাঙচুর করা হয়েছে। পাশাপাশি ইসরায়েল সম্পৃক্ত পণ্য বয়কটের ডাকও দিয়েছেন বিক্ষুব্ধরা। সোমবার (৭ এপ্রিল) সারা বিশ্বে দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা কর্মসূচির সঙ্গে সংহতি রেখে কক্সবাজার শহর থেকেও বিক্ষোভ মিছিল বের হয়। কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরি ময়দান থেকে মিছিলটি বের করা হয়। কলাতলী ডলফিন মোড়ে গিয়ে মিছিলটি শেষ হয়। মিছিলটি সাগর পাড়ের হোটেল-মোটেল জোন সড়কের কাছে গেলে বিক্ষুব্ধ জনতা দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার পত্রিকার মালিক ট্রান্সকম গ্রুপের মালিকানাধীন প্রতিষ্ঠান কেএফসি ও পিৎজা হাটের আউটলেটে ভাঙচুর চালায়। এ সময় অনেকে প্রতিষ্ঠানে হামলা না চালানোর অনুরোধ করেন। তবে বিক্ষুব্ধ জনতা এগুলো ইসরায়েলের দোসর...
গাজীপুরে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ ও বিক্ষোভ কর্মসূচি পালন
গাজিপুর প্রতিনিধি

ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হিসেবে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন গাজীপুরের সর্বস্তরের জনগণ। সোমবার দুপুরে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় বিক্ষোভ মিছিল সমাবেশ হয়েছে। মিছিলটি গাজীপুরের বিভিন্ন প্রদান সড়ক প্রদক্ষিণ করে চান্দনা চৌরাস্তায় এসে সমাবেশ করেন সর্বস্তরের জনগণ। তারা বলেন, ইসরাইলি পণ্য বয়কট ও গাজাবাসীর উপর এই নির্মম হত্যাযজ্ঞের প্রতিবাদ করেন। সেখানে সমাবেশ থেকে ফিলিস্তিনের গাজায় গণহত্যার তীব্র নিন্দা জানানোসহ বিভিন্ন মুসলিম দেশ এ ঘটনায় নিরব থাকায় উদ্বেগ প্রকাশ করা হয়। news24bd.tv/TR