ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২ নং অঞ্চলের ৪ নম্বর ওয়ার্ড সচিব কুতুবউদ্দিন সোহেলকে ঘুষ গ্রহণকালে হাতেনাতে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি বিশেষ টিম। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, বুধবার (২৩ এপ্রিল) দুপুরে দুদকের ফাঁদ অভিযানে ঘুষের টাকা গ্রহণের সময় সচিব কুতুবউদ্দিন সোহেলকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ঘুষের টাকাসহ অন্যান্য আলামত জব্দ করা হয়। দুদক জানায়, রাজধানীর পূর্ব বাসাবোর সবুজবাগ এলাকায় নির্মাণাধীন লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার মো. সাইফুল ইসলাম দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, ডায়াগনস্টিক সেন্টারটি চালুর জন্য সিটি করপোরেশনের ছাড়পত্র প্রয়োজন। আবেদনপত্র...
ঘুষ গ্রহণকালে ডিএসসিসির ওয়ার্ড সচিব গ্রেপ্তার
অনলাইন ডেস্ক

ভয়াবহ দূষণের কবলে লাহোর, ঢাকার উন্নতি
অনলাইন ডেস্ক

বেশ কয়েকদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। বিশ্বের দূষিত শহরের তালিকাতে প্রথম ১০ এর মধ্যে বেশ কিছু দিন ধরে থাকলেও রাজধানী ঢাকার বায়ুদূষণ কিছুটা কমেছে বৃষ্টির কারণে। তবে ভয়াবহ দূষণের কবলে লাহোর। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালেও ঢাকা শহরটির বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। সকাল ৮টা ৫৭ মিনিটের দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ১২৬ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ১৪তম অবস্থানে রয়েছে ঢাকা। একই সময়ে ২৭৩ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর শহর। এছাড়া ২৩৯ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইরাকের বাগদাদ। পরের অবস্থানে রয়েছে ভারতের দিল্লি শহর, যার স্কোর ২০৪। চতুর্থ অবস্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু শহর, স্কোর ১৮২ এবং পঞ্চম অবস্থানে থাকা...
গুলশানের পর আরও দুই এলাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধ হচ্ছে
অনলাইন ডেস্ক

গুলশানের পর এবার মিরপুর-১০ ও ফার্মগেটের ইন্দিরা রোডকে ব্যাটারিচালিত রিকশামুক্ত ঘোষণা করতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। একইসঙ্গে তেজগাঁও ট্রাক স্ট্যান্ড উচ্ছেদ ও রাস্তার ট্রাক পার্কিং নিষিদ্ধ করতে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) সকালে মোহাম্মদপুরের হাইক্কার খালে (কাটাসুর) অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে গিয়ে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ এ তথ্য সাংবাদিকদের জানান। তিনি বলেন, মিরপুর-১০ ও ফার্মগেট ইন্দিরা রোড সম্পূর্ণরূপে ফুটপাত হকার ও ব্যাটারিচালিত রিকশা (টেসলা) মুক্ত করা হবে। দিনে ও রাতে অভিযান চালানো হবে। প্রশাসক আরও জানান, তেজগাঁও ট্রাক স্ট্যান্ড সরিয়ে নেওয়ার জন্য কাজ চলছে এবং আগামী কোরবানির ঈদের আগেই একটি স্থায়ী সমাধানে পৌঁছানোর আশা প্রকাশ করেন। উচ্ছেদ অভিযান সম্পর্কে তিনি বলেন, অবৈধ দখলের বিরুদ্ধে আমাদের...
রাজধানীতে আন্দোলনের নামে সড়ক অবরোধ না করার অনুরোধ
অনলাইন ডেস্ক

রাজধানীতে সড়ক অবরোধ করে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপির পক্ষ থেকে এ অনুরোধ জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি রাজধানীতে বিভিন্ন গোষ্ঠী ও কতিপয় স্বার্থান্বেষী মহল দাবি-দাওয়া আদায়, প্রতিবাদ কর্মসূচির নামে যখন-তখন সড়ক অবরোধ করছেন। এতে করে ঢাকা মহানগরে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। ফলে স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অফিসগামী যাত্রীরা নানা বিড়ম্বনার সম্মুখীন হচ্ছেন। বিদেশগামী যাত্রী ও জরুরি প্রয়োজনে অসুস্থ রোগী পরিবহনে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। এতে আরও বলা হয়, যানজট কমানোর জন্য ডিএমপির ট্রাফিক বিভাগ প্রাণান্তকর চেষ্টা করছে। তারপরও সড়ক অবরোধ করার মতো ঘটনায় ব্যাপক জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। এ অবস্থায় নগরবাসীর বৃহত্তর স্বার্থে এবং সুষ্ঠু...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর