দেশীয় বিনিয়োগকারীরা স্বাচ্ছন্দ্যে বিনিয়োগ করতে পারলে বিদেশি বিনিয়োগকারীরাও বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হবে বলে মত দিয়েছেন সিপিডির ফেলো মোস্তাফিজুর রহমান। আজ শনিবার (২৬ এপ্রিল) এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত সাম্প্রতিক বিনিয়োগ সম্মেলনে বিদেশি বিনিয়োগ সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ছায়া সংসদে তিনি এ মন্তব্য করেন। মোস্তাফিজুর রহমান বলেছেন, সরকার বিনিয়োগ বান্ধব পরিবেশের নিশ্চয়তা দিলে গ্যাসের দাম বাড়ালেও একক উপাদানের ওপর নির্ভর করে বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নেবে না। তিনি আরও বলেন, বিনিয়োগ সম্মেলন শুধুই চমক; ফলাফল শূন্য। আবার, শুধু বিনিয়োগ সম্মেলন দিয়েই বিদেশি বিনিয়োগ বাড়ানো সম্ভব নয়। এর জন্য দরকার, আমলাতান্ত্রিক জটিলতা দূর করা, ২০১৮ সালে পাসকৃত ওয়ান স্টপ সার্ভিস, লাইসেন্স প্রাপ্তি সহজীকরন এবং রাজনৈতিক স্থিতিশীলতা। দেশ কিভাবে নিজ দেশীয়...
‘দেশীয় বিনিয়োগকারীরা সুবিধা পেলে বিদেশিরাও আগ্রহী হবে’
নিজস্ব প্রতিবেদক

গাড়ি আমদানিতে অতিরিক্ত শুল্ক প্রত্যাহার চায় বারভিডা
নিজস্ব প্রতিবেদক

গাড়ি আমদানির ক্ষেত্রে অতিরিক্ত শুল্ক প্রত্যাহার করে মধ্যবিত্তের নাগালে আনতে রাজস্ববান্ধব শুল্ক-বাণিজ্য নীতিমালার দাবি জানিয়েছে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের (বারভিডা) প্রেসিডেন্ট আবদুল হক। শুল্ক কমলে বাজার সম্প্রসারণের সঙ্গে রাজস্ব আয় বৃদ্ধি পাবে বলে মনে করে বারভিডা। আজ শনিবার (২৬ এপ্রিল) রাজধানীর ফার্জ হোটেলে আয়োজিত সংবাদ স্মমেলনে এসব কথা বলেন তিনি। এসময় বিআরটিএর রেজিস্ট্রেশনের ক্ষেত্রে বৈষম্যের কথা উল্লেখ করে তিনি বলেন, রিকন্ডিশন গাড়ি আমদানির পর অতিরিক্ত রেজিস্ট্রেশন ফি নিচ্ছে বিআরটিএ। যার বর্তমান মূল্য ১ থেকে দেড় লাখ টাকা। পরিবেশ দূষণ কমাতে জ্বালানি সাশ্রয়ী হাইব্রিড গাড়ি আমদানিতে শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা। news24bd.tv/MR...
চীনের শুল্ক ছাড়ের খবরে স্বর্ণের বাজারে স্বস্তি
অনলাইন ডেস্ক

মার্কিন পণ্যে এশিয়ার পরাশক্তি চীনের শুল্ক ছাড়ের খবরে কমেছে স্বর্ণের দাম। শুক্রবার (২৫ এপ্রিল) দুবাইয়ে স্বর্ণের দাম ৪০০ দিরহামের নিচে নেমে এসেছে। মূলত বেশকিছু মার্কিন পণ্য থেকে চীন তার শুল্ক প্রত্যাহারের সম্ভাবনা জানিয়ে দেওয়ার পর বিশ্বব্যাপী স্বর্ণের দাম কমে যায়। খবর খালিজ টাইমসের। প্রতিবেদনে বলা হয়, ২৪ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে প্রতি গ্রাম ৩৯৭ দশমিক ২৫ দিরহাম। অপর দিকে ২২ ক্যারেট, ২১ ক্যারেট এবং ১৮ ক্যারেট স্বর্ণের দাম যথাক্রমে ৩৬৭ দশমিক ৭৫, ৩৫২ দশমিক ৭৫ এবং ৩০২ দশমিক ২৫ দিরহাম। আরও বলা হয়, গত মঙ্গলবার স্বর্ণের দাম সর্বোচ্চ ৪২০ দিরহাম পর্যন্ত উঠেছিল। তিন দিনের মধ্যে তা আজ প্রায় ২৩ দিরহাম কমে গেছে যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৬৩ টাকা (প্রতি দিরহাম ৩৩ দশমিক ১৭ টাকা করে)। বর্তমানে বিশ্বব্যাপী স্বর্ণের দাম প্রতি আউন্স ৩ হাজার ৩০৬ দশমিক ৯৭...
দেশে আজকে স্বর্ণের বাজারদর
অনলাইন ডেস্ক

দেশের বাজারে টানা ৪ দফা স্বর্ণের দাম বাড়ানোর পর কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী, আজ শুক্রবার (২৫ এপ্রিল) দেশের বাজারে স্বর্ণ বিক্রি হচ্ছে নতুন দামে। তবে আগের দামেই বিক্রি হচ্ছে রুপা। এর আগে বুধবার (২৩ এপ্রিল) বিকেলে ২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে দেয়া এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম কমিয়েছে বাজুস। এবার স্বর্ণের ২২ ক্যারেটের এক ভরিতে ৫ হাজার ৩৪২ টাকা কমিয়েছে সংগঠনটি। নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৪ হাজার ৬৯৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৪১ হাজার ১৬৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ১৬ হাজার ৭৮০ টাকায়। আরও পড়ুন কাশ্মীরে হামলায় পাথুরে ঢাল বেয়ে আহত...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর