ঢাকার বনানীতে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে গ্রেপ্তার আলভী হোসান জুনায়েদ ও আল আমিন সানিকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। রোববার (২৭ এপ্রিল) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে আটক রাখার নির্দেশ দেন। আদালতের শুনানিতে মামলার তদন্তকারী কর্মকর্তা বনানী থানার পরিদর্শক এ কে এম মঈন উদ্দিন তাদের কারাগারে রাখার আবেদন করেন। আসামিপক্ষে জামিনের আবেদন করা হলে রাষ্ট্রপক্ষ তার বিরোধিতা করে। আদালত উভয় পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার সূত্রে জানা যায়, গত ১৯ এপ্রিল বিকালে বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের...
পারভেজ হত্যা: রিমান্ড শেষে কারাগারে ২
নিজস্ব প্রতিবেদক

গ্রিড বিপর্যয় তদন্তে কমিটি, ৭ দিনের মধ্যে প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জ-আমিনবাজার গ্রিড বিপর্যয়ের ঘটনায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপ-উপাচার্য আবদুল হাসিব চৌধুরীকে প্রধান করে আট সদস্যর তদন্ত কমিটি করা হয়েছে। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। রোববার (২৭ এপ্রিল) সচিবালয়ে এ বিষয়ে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে বিস্তারিত তুলে ধরেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। গত শুক্রবার বিকেল ৫টা ৪৫ মিনিটে জাতীয় গ্রিডের গোপালগঞ্জ-আমিনবাজার ৪০০ কেভি সঞ্চালন লাইনে বিপর্যয় দেখা দিলে খুলনা, যশোর, ফরিদপুরসহ ওই অঞ্চলের ১০ জেলা বিদ্যুৎহীন হয়ে যায়। পরে সন্ধ্যা ৭টা ২২ মিনিটের দিকে গ্রিডে ফের বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। রাতের মধ্যেই সরবরাহ স্বাভাবিক হয়। এই কমিটি গ্রিড বিপর্যয় কেন হলো সেটা খতিয়ে দেখতে এই কমিটি গঠন করা হয়েছে। বিপর্যয়ের ঘটনায় ব্যক্তি...
দুই প্রকল্পে ৩৬৯ কোটি টাকা ব্যয়ে পরামর্শক নিয়োগ
অনলাইন ডেস্ক

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দুটি প্রকল্পে পরামর্শক সেবা নিয়োগ দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট ও জলবায়ু ও দুর্যোগ সহনশীল ক্ষুদ্রাকার পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের জন্য পরামর্শক নিয়োগের জন্য মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ৩৬৮ কোটি ৯৫ লাখ ৯৫ হাজার ৮৮২ টাকা। মঙ্গলবার (২২ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদ। রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় পরামর্শক সেবা ক্রয়ের জন্য ৭টি প্রতিষ্ঠানের কাছ থেকে প্রস্তাব গ্রহণ করা হয়, যার মধ্যে ৫টি প্রস্তাব যোগ্য হিসেবে বিবেচিত হয়। নেগোসিয়েশন শেষে সবচেয়ে ভালো প্রস্তাব পাওয়া ৪টি প্রতিষ্ঠানকে...
আইন উপদেষ্টার বাসভবনের সামনে পড়ে থাকা ‘ড্রোন’ নিয়ে যা জানা গেল
অনলাইন ডেস্ক

আইন উপদেষ্টা আসিফ নজরুলের সরকারি বাসভবনের সামনে একটি ড্রোন পাওয়া গেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সিটিটিসির সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের ডিজিটাল ফরেনসিক টিম ড্রোনটি উদ্ধার করে তা পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবে পাঠিয়েছে। কোথা থেকে কিভাবে এই ড্রোনটি এলো, কারা পাঠিয়েছে, তা নিয়ে তদন্ত চলছে। ঘটনার পর আইন উপদেষ্টার বাসভবনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এমপি কমিশনার শেখ সাজ্জাত আলী ড্রোন উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি (ড্রোন) এখন যাচাই-বাছাই করা হচ্ছে। ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে। বাসভবনের মূল ভবনের পশ্চিম পাশে গত শনিবার সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে বাগানের একটি আমগাছের নিচে ঘাসের ওপর পড়ে থাকা ড্রোনটি প্রথম দেখতে পান বাসভবনের মালি সালমা হক। পরে তিনি তা আইন উপদেষ্টার পার্সোনাল অফিসার দেলোয়ার হোসেনের কাছে হস্তান্তর করেন। খবর...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর