রাজধানীর বনানীর বেসরকারি প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে (২৩) হত্যার ঘটনায় সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার (২০ এপ্রিল) দিবাগত রাতে রাজধানীর ভিন্ন ভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করে বনানী থানা পুলিশ। গ্রেপ্তাররা হলেন আল কামাল শেখ ওরফে কামাল (১৯), আলভী হোসেন জুনায়েদ (১৯) ও আল আমিন সানি (১৯)। জানা গেছে, তারা কেউ মামলার এজাহারনামীয় আসামি নন। তবে পুলিশ বলছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদের গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সময় সেখানে তাদের উপস্থিতি দেখা গেছে। বনানী থানা পুলিশ সূত্রে জানা গেছে, এই তিনজন সন্দেহভাজন আসামি। এর মধ্যে আল কামাল শেখ ওরফে কামাল থাকেন বিটিসিএল কলোনীতে। তার বাড়ি খুলনা তেরখাদার বিলদুড়িয়ার শেখপাড়ায়। আলভী হোসেন জুনায়েদ থাকেন বনানী মসজিদ গলিতে। তার বাড়ি ময়মনসিংহের নান্দাইল...
জানা গেল পারভেজ হত্যাকাণ্ডে গ্রেপ্তারদের নাম-পরিচয়
নিজস্ব প্রতিবেদক

গুরুতর অবস্থায় হাসপাতালে ব্যারিস্টার রাজ্জাক, জানা গেল সর্বশেষ অবস্থা
অনলাইন ডেস্ক

গুরুতর অসুস্থ হয়ে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২১ এপ্রিল) সকালে তার একান্ত সহকারী আইনজীবী শিশির মনির সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্যার গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন। সবাই তার জন্য দোয়া করবেন। এ বিষয়ে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের ছেলে ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী বলেন, বাবাকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। জ্যেষ্ঠ আইনজীবী আব্দুর রাজ্জাক গত বছরের ২৬ ডিসেম্বর দীর্ঘ ১১ বছর পর যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন। দেশে ফিরে আবারও সক্রিয়ভাবে আইন পেশায় যুক্ত হন। এরপর ৬ জানুয়ারি তার জুনিয়ররা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেন। News24d.tv/MR...
ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য আরও বড় সুখবর
অনলাইন ডেস্ক

প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি-বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, নতুন তিনটি স্তরে ইন্টারনেটের মূল্য কমছে। তিনি জানিয়েছেন,ফাইবার অ্যাট হোমের ম্যানেজমেন্ট নিশ্চিত করেছেন যে, আইটিসি পর্যায়ে ১০ শতাংশ, আইআইজি পর্যায়ে ১০ শতাংশ এবং এনটিটিএন বা ন্যাশনাল ট্রান্সমিশন পর্যায়ে ১৫ শতাংশ মূল্য হ্রাস করবেন তারা। আজ সোমবার (২১ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা জানান তিনি। ফেসবুক বার্তায় তিনি বলেন, এর আগে, আইএসপি লাইসেন্স প্রাপ্ত কোম্পানিগুলোর অ্যাসোসিয়েশন থেকে পাঁচ এমবির পরিবর্তে ৫০০ টাকায় ১০ এমবি ইন্টারনেট প্রদানের নিশ্চয়তা দেয়া হয়েছে। তারও আগে আন্তর্জাতিক গেটওয়ে পর্যায়ে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি সকল আইআইজি এবং আইএসপি গ্রাহকদের জন্য ১০ শতাংশ, এবং পাইকারি গ্রাহকদের...
ঝড়ের সঙ্গে বজ্রসহ বৃষ্টির আশঙ্কা, সতর্ক সংকেত জারি
নিজস্ব প্রতিবেদক

ঢাকাসহ ৮ অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। আজ সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে। এছাড়া নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়াবিদ শাহনাজ সুলতানার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়,রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, কুমিল্লা, নোয়াখালী এবং চট্টগ্রাম অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে, আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী কয়েক দিন দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর