বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খালেদ হাসানের খোঁজ তিনদিনেও মেলেনি। ফলে তার সন্ধান চেয়ে মানববন্ধন করেছে আরবি বিভাগের শিক্ষার্থীরা। আজ সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনে খালেদের বাবা লুৎফর রহমান বলেন, আমার ছেলে বেঁচে আছে কি না, জানি না। আমি জানি না তার বন্ধু আছে, না শত্রু আছে। আপনারা যেভাবে পারেন, আমার ছেলেকে উদ্ধার করে দিন। তিনি আরও বলেন, খালেদের ইচ্ছা ছিল বাংলাদেশকে স্বাধীন করার, সেটা সফল হয়েছে। তার কী হয়েছে জানি না! আমার দিন নাই, রাত নাই। আজ এই অফিস, কাল ওই অফিস দৌড়াদৌড়ি করছি, কাজ হচ্ছে না। সে যে অবস্থায় থাকুক, তাকে উদ্ধার করে দিন। আরও পড়ুন দুদিন ধরে নিখোঁজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক ২২...
তিনদিনেও খোঁজ মেলেনি সহ-সমন্বয়ক খালেদের, সন্ধান চেয়ে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
গত অর্থবছরে রেকর্ড আয় বাংলাদেশ বিমানের
নিজস্ব প্রতিবেদক
জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গত ২০২৩-২০২৪ অর্থবছরে রেকর্ড পরিমাণ আয় করেছে। যার পরিমাণ ১০ হাজার ৫৭৫ কোটি টাকা, যা পূর্ববর্তী অর্থবছরের তুলনায় ৯ দশমিক ৫০ শতাংশ বেশি। একইসঙ্গে ২০২৩-২০২৪ অর্থবছরে বিমান ১ হাজার ৫৫৬ কোটি টাকা অপারেশনাল মুনাফা অর্জন করেছে। তবে এক্সচেঞ্জ লস ও ট্যাক্স পরবর্তী ২৮২ কোটি টাকা নিট মুনাফা অর্জিত হয়েছে। গত ২১ ডিসেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বার্ষিক সাধারণ সভায় গত অর্থবছরের আয়-ব্যয়ের এই হিসাব প্রকাশ করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরী। সভায় উপস্থিত ছিলেন বিমান পরিচালনা পর্ষদের সকল সদস্যরা। এছাড়াও শেয়ার হোল্ডারদের মধ্যে অর্থ মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ...
সাংবাদিকদের সামনে সম্পদ বিবরণী তুলে ধরলেন দুদক চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন আজ (২৩ ডিসেম্বর) গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে নিজের সম্পদ বিবরণী ও আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করেছেন। দুদক চেয়ারম্যান জানান, আনুষ্ঠানিকভাবে তার সম্পদ বিবরণী দুদক সংস্কার কমিশনের কাছে জমা দেওয়া হয়েছে, এবং অন্যান্য কমিশনাররাও শিগগিরই তাদের সম্পদ বিবরণী জমা দেবেন। নিজের সম্পদ সম্পর্কে তিনি বলেন, বসিলায় দুটি মিলিয়ে সাড়ে ৭শ স্কয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট রয়েছে, যা ১৫০০ স্কয়ার ফিটের মতো। সেখানে আরও প্রায় ৭০০ স্কয়ার ফিট বাড়ানোর প্রক্রিয়াধীন। এছাড়া, পূর্বাচল আমেরিকান সিটিতে তার স্ত্রীর সঙ্গে ৫ কাঠা জায়গা রয়েছে, এবং বিসিএস প্রশাসন কমিটির সদস্য হিসেবে ১০ কাঠা জমির মধ্যে তার ভাগে ১ দশমিক ২৫ কাঠা জমি রয়েছে, যার দখল এখনও পাওয়া যায়নি। তিনি জানান, তার আরেকটি সম্পত্তি ছিল, একটি প্লটের জন্য তিনি ৭৫...
হেনরী ও তার স্বামীর ব্যাংকে লেনদেন পৌনে ৪ হাজার কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জ-২ আসনের আলোচিত সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী এবং তার স্বামী শামীম তালুকদারের বিরুদ্ধে ৪৯টি ব্যাংক হিসাবে প্রায় ৩ হাজার ৮৯৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ছাড়াও তাদের বিরুদ্ধে প্রায় ৭৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ বাদী হয়ে তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেন। দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন গণমাধ্যমে মামলার তথ্য নিশ্চিত করেছেন। দুদকের অনুসন্ধানে জানা গেছে, সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী তার ক্ষমতার অপব্যবহার করে ৫৭ কোটি ১৩ লাখ ৭ হাজার ২২৩ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। তার স্বামী শামীম তালুকদারের অবৈধ সম্পদের পরিমাণ ২০ কোটি ৪৭ লাখ ৩৩ হাজার ২১৫ টাকা। এছাড়া, হেনরী...
সর্বশেষ
সর্বাধিক পঠিত