বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবর্ষণ ও হামলা- মামলার ঘটনায় টাঙ্গাইলের কালিহাতীর বীর বাসিন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছোহরাব আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গোয়েন্দা পুলিশ (ডিবি) চেয়ারম্যান ছোহরাবকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরে পুলিশ তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করে। পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট টাঙ্গাইল শহরের সিটি মার্কেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলন করছিলো। এসময় সেখানে আন্দোলনকারীদের হত্যার উদ্দেশ্যে গুলি, মারপিট করা হয়। পরে এ ঘটনায় লতিফ মিয়া ১৩ নভেম্বর বাদি হয়ে মামলা দায়ের করেন। এই মামলায় প্রায় ১৫০জনকে অজ্ঞাত আসামি করা হয়। এই মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহমেদ...
টাঙ্গাইলে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
টাঙ্গাইল প্রতিনিধি
দুই বগি ফেলে চলে গেল ট্রেন
নাটোর প্রতিনিধি
নাটোরের মাধনগরে বগি ফেলে ট্রেনের ইঞ্জিন চলে যাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে নলডাঙ্গার মাধনগর স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। এর এক ঘণ্টা পরে পুনরায় ইঞ্জিন পেছনে এসে বগির সঙ্গে লাইন সংযুক্ত করে ট্রেনটি মাধনগর স্টেশন ছেড়ে চলে যায়। মাধনগর রেলওয়ে স্টেশন মাস্টার উজ্জ্বল হোসেন জানান, আজ দুপুর বারোটার দিকে কুড়িগ্রাম থেকে ঢাকা অভিমুখী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি মাধনগর স্টেশন অতিক্রম করার সময় নাট খুলে পেছন থেকে ২টি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরে ট্রেনটি নলডাঙ্গার দিকে যাওয়ার কিছুক্ষণ পরেই চালক বুঝতে পারেন পেছনে ২টি বগি ছাড়া পড়ে গেছে। এরপর তিনি ট্রেনটিকে আবারও পেছন দিকে নিয়ে এসে বগিগুলোকে পুনরায় সংযুক্ত করে এক ঘণ্টা পর আবারও যাত্রা শুরু করেন। ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ছিল। কোনো হতাহতের ঘটনা ঘটেনি, সেই সাথে ট্রেন...
সুস্বাদু খেজুর গুড় বিক্রি হচ্ছে ১৫০ টাকায়
নাসিম উদ্দীন নাসিম, নাটোর
নাটোর-বগুড়া মহাসড়কের শেরকোল বাজার থেকে ১ কিলোমিটার পূর্বে ধুলাউড়ি গ্রাম। এ গ্রামের একটি একচালা টিনের বাড়িতে তৈরি হচ্ছে শীতকালের সুস্বাদু খেজুর গুড়। টাটকা খেজুর রস জাল করে পাটালি, ঝোলা, লালিসহ তৈরি করছেন নানা রকম মজাদার গুড়। ধুলাউড়ি গ্রামের এই একচালা টিনের বাড়িটি ভাড়া নিয়েছেন রাজশাহীর বাঘা এলাকা থেকে আগত ৫ থেকে ৭ জনের একদল গুড় তৈরির কারিগর। তিন বছর ধরে প্রতি শীত মৌসুমে এ বাড়িতেই গুড় তৈরি করছেন এই কারিগররা। এ কারণে এ বাড়িটি এখন স্থানীয়দের কাছে গুড় তৈরির কারখানা নামে পরিচিত হয়ে উঠেছে। সরেজমিনে ধুলাউড়ি গ্রামের ওই বাড়িতে গিয়ে দেখা যায়, রস জাল দিয়ে গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। এসময় কথা হয় সিদ্দিক ও আলতাফ নামের দুই কারিগরের সাথে। তারা জানান, গত কার্তিক মাসে তারা এখানে এসেছেন। থাকবেন ফাল্গুন মাস পর্যন্ত। দুই কেজি থেকে তিন কেজি গুড় দেওয়ার...
বিএসএফের ধরে নিয়ে যাওয়া কিশোরকে ফেরত আনল বিজিবি
পঞ্চগড় প্রতিনিধি
ভারতে অনুপ্রবেশের অভিযোগে ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি কিশোর আবু রায়হান ওয়াসিমকে (১৭) ফেরত দিয়েছে বিএসএফ। পতাকা বৈঠকের পর তাকে ফিরিয়ে আনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ফেরত আনা ওই কিশোরের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নে। ওয়াসিম ইউনিয়নের রেজাউল করিমের ছেলে। সে একজন কোরআনের হাফেজ। আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে গোয়ালবাড়ি বিএসএফ ক্যাম্প কমান্ডার এবং বিজিবির টোকাপাড়া ভিতরগড় ক্যাম্প কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক শেষে বিজিবির সদস্যদের হাতে তাকে হস্তান্তর করে বিএসএফ। পরে টোকাপাড়া বিওপি সদস্যরা ওয়াসিমকে পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করেন। নীলফামারি ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্টে কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানান, বিএসএফের হাতে ধরা পড়া তরুণকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত নেওয়া হয়েছে। পঞ্চগড় সদর থানার ওসি এস এম...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর