কুয়েত সরকার সম্প্রতি ১১৬৫টি পারিবারিক ভিসার আবেদন প্রত্যাখ্যান করেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আবাসিক বিষয়ক সাধারণ প্রশাসন নতুন প্রবিধান বাস্তবায়নের প্রথম দিনে এই পারিবারিক ভিসাগুলোর আবেদন প্রত্যাখ্যান করে।
গালফ নিউজ জানায়, দেশের ছয়টি গভর্নরেটে রেসিডেন্সি আবেদন পড়ে ১৮০০টি। এর মধ্যে মাত্র ৬৩৫টি অনুমোদিত হয়েছে। মোট ১১৬৫টি আবেদন বাতিল করা হয়। কারণ হিসেবে তারা বলছে, এই আবেদনকারীরা তারা নির্ধারিত শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে।
দেশটির উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসুফ আল সাবাহ প্রবাসীদের আবাসিক আইনের নির্বাহী প্রবিধানে এসব পরিবর্তন করেন।
আরও পড়ুন - আগামীতে সারাদেশে চলাচল করবে ভারতের ফ্লাইট: পর্যটনমন্ত্রী