গণস্বাস্থ্য মেডিকেল কলেজে ২০২১-২২ ব্যাচের ৫০ আসনের জায়গায় ১১০ শিক্ষার্থীর ছাত্রত্ব বহাল রাখলেন আপিল বিভাগ।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ৬ বিচারপতির আপিল বিভাগ এই রায় দেন। একইসাথে অতিরিক্ত এই ভর্তির দায়ে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে গণস্বাস্থ্য মেডিকেল কলেজকে। যা ২টি দাতব্য প্রতিষ্ঠানে দান করতে করতে বলা হয়।
আরও পড়ুন: ড. ইউনূসের শ্রম আদালতের আদেশ কেন অবৈধ নয়, রুল জারি
এর আগে প্রতি শিক্ষাবর্ষে ১১০ জন শিক্ষার্থী ভর্তি করতে পারবে বলে রায় দিয়েছিলো হাইকোর্ট। ২০১০ সাল থেকে গণস্বাস্থ্য মেডিকেল কলেজে ১১০ জন করে শিক্ষার্থী ভর্তির অনুমতি ছিল। ২০২১ সালে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হওয়ার পর থেকে ৫০ জন শিক্ষার্থী গণস্বাস্থ্য মেডিকেল কলেজে বেশি ভর্তি করা যাবে না বলে জানায় হাসপাতাল। এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করলে তখন মাত্র ১০ জন বাড়িয়ে ৬০ জন ভর্তির অনুমতি দেওয়া হয়।