নিলামের পণ্য কেনা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নন্দনপুর গ্রামে বিএনপির দুপক্ষের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে এ সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বিসিক শিল্পনগরীর পরিত্যক্ত ডেকো ফুড কোম্পানির মালামাল নিলামে বিক্রির আয়োজন করা হয়। সেই মালামাল কেনার প্রতিযোগিতা থেকে সংঘর্ষের সূত্রপাত। বুধল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুন ও সুহিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নাছির খন্দকারের মধ্যে তর্কাতর্কির এক পার্যায়ে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর এবং ধানের গোলায় আগুন দেওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষের কারণে পুরো এলাকায়...
এবার নিলামের পণ্য কেনা নিয়ে সংঘর্ষে বিএনপি
অনলাইন ডেস্ক
তারেক রহমানের বিরুদ্ধে করা আরও এক মানহানি মামলা খারিজ
নড়াইল প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে নড়াইলে বিগত ২০১৪ সালে দায়েরকৃত একটি মানহানির মামলা খারিজ করে দিয়েছেন আদালত। মামলার বাদী মামলা চালাতে অস্বীকৃতি জানালে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে নড়াইলের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২ এর বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মামলাটি খারিজ করে দেন। আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১৬ ফেব্রুয়ারি ঢাকায় এক সমাবেশে শেখ মুজিবুর রহমানের সম্পর্কে দেয়া একটি বক্তব্যকে অবমাননাকর বলে আখ্যা দিয়ে তারেক রহমানের বিরুদ্ধে একটি মানহানির মামলা দায়ের করা হয়। শাহজাহান বিশ্বাস নামে এক মুক্তিযোদ্ধা ঐ বছরের ২৪ ডিসেম্বর এ মামলা দায়ের করেন। মামলায় একই আদালত বিগত ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি তারেক রহমানকে দোষী সাব্যস্ত করে ২ বছর কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা আনাদায়ে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন।...
যে কারণে থার্টিফার্স্ট নাইটে রাত ১২টার পর বন্ধ থাকবে মাওয়া ঘাটের সকল রেস্তোরাঁ
মুন্সিগঞ্জ প্রতিনিধি
অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আজ মঙ্গলবার থার্টিফাস্ট নাইটে রাত ১২টার পর বন্ধ থাকবে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটের সকল রেস্তোরাঁ। এমনকি শুধু থার্টিফাস্ট নাইট-ই নয়, প্রয়োজনে পরের দিন পহেলা জানুয়ারিও পরিস্থিতি দেখে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। লৌহজং উপজেলা প্রশাসন, টুরিস্ট পুলিশের পদ্মা ব্রিজ জোন, লৌহজং থানা পুলিশ ও পদ্মা সেতু উত্তর থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। গত ২৭ ডিসেম্বর লৌহজং উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় থার্টিফার্স্ট নাইটে শিমুলিয়া ঘাটে আসা পর্যটকদের নিরাপত্তা নিয়ে আলোচনা সভা করা হয়। সভায় রাত ১২টার পরে শিমুলিয়া ঘাটের সকল রেস্তোরাঁ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এ প্রসঙ্গে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন বলেন, অপ্রত্যাশিত ঘটনা এড়ানোর জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমি সোমবার রাতে...
ঠাকুরগাঁওয়ের সকল ধর্মালম্বীদের নিয়ে সম্প্রীতি সমাবেশ ও র্যালি
ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে সম্প্রীতির ঐক্যতানে গাহি সাম্যের গান- এই স্লোগানে সকল ধর্মালম্বীদের নিয়ে সম্প্রীতি র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঠাকুরগাঁওয়ের হরিপুর থানা পুলিশের আয়োজনে সোমবার সকাল ১১টায়, থানা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ গিয়ে শেষ হয়। সেখানে হরিপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়ার সভাপতিত্বে সম্প্রীতি সমাবেশে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের, মাওলানা আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা নগেন পাল, পাহিলট মাথনী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইন্সপেক্টর (তদন্ত) শরিফুল ইসলাম। news24bd.tv/TR
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর