শৃঙ্খলা ভঙ্গ ও অনিয়মের অভিযোগে গত সাত মাসে ১২ জন কর্মকর্তাকে চাকরিচ্যুত, ছয়জনকে বাধ্যতামূলক অবসর ও ৮৪ জনকে সাময়িক বরখাস্ত করেছে কারাগার অধিদপ্তর। এছাড়া ২৭০ জনের বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা এবং ২৬০ জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। আজ সোমবার (১০ মার্চ) দুপুরে কারা অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন। কারা মহাপরিদর্শক বলেন, বিভিন্ন অনিয়ম, আর্থিক দুর্নীতি ও বিধিবহির্ভূত কার্যকলাপের অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। আইন লঙ্ঘনকারীদের প্রতি কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আমরা কঠোর জবাবদিহি নিশ্চিত করছি। তিনি জানান, এ সময়ের মধ্যে ২৯ জনকে কারণ দর্শানোর নোটিশ ও ২১ জনকে চূড়ান্ত সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে ৩৯ জনকে তাৎক্ষণিক...
সাত মাসে কতজনকে চাকরিচ্যুত ও বহিষ্কার, জানালো কারা অধিদপ্তর
অনলাইন ডেস্ক

নারী নির্যাতন প্রতিরোধে পুলিশের হটলাইন সেবা চালু
নিজস্ব প্রতিবেদক

নারী নির্যাতন প্রতিরোধে পুলিশের হেডকোয়ার্টার্স নতুন পদক্ষেপ হিসেবে ২৪ ঘণ্টা হটলাইন সেবা চালু করেছে। এই সেবার মাধ্যমে নারী ও শিশুদের সহিংসতা, নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে দ্রুত সহায়তা প্রদান করা হবে। এবার থেকে দেশের যে কোনো প্রান্ত থেকে মহিলা ও শিশু কিংবা সংশ্লিষ্ট কেউ নির্যাতনের শিকার হলে সহজেই পুলিশের সাথে যোগাযোগ করতে পারবেন। হটলাইন নম্বরগুলো হলো: ০১৩২০-০০২০০১, ০১৩২০-০০২০০২ এবং ০১৩২০-০০২২২২। এই সেবা চালু হলে নারী নির্যাতন সংক্রান্ত অভিযোগ দ্রুত সমাধান করা সম্ভব হবে এবং অভিযুক্তরা আইনের আওতায় আসবে বলে জানিয়েছে সরকার। news24bd.tv/FA
মাগুরার সেই শিশুটি চোখের পাতা খুলেছে: উপ-প্রেস সচিব
অনলাইন ডেস্ক

মাগুরায় ধর্ষণের শিকার আট বছরের শিশুটি চোখের পাতা খুলেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার। চিকিৎসকরা আশা করছেন, আগামী দুই-এক দিনের মধ্যে তার স্বাস্থ্যের উন্নতি হবে। সোমবার (১০ মার্চ) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আবুল কালাম আজাদ মজুমদার বলেন, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন শিশুটি চোখের পাতা খুলেছে। এর আগে, চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির ফুসফুসে বাতাস জমে যাওয়ার কারণে অস্ত্রোপচার করা হয়েছে এবং বুকে টিউব বসানো হয়েছে। অক্সিজেন স্বল্পতার কারণে শিশুটির মস্তিষ্কেও ক্ষতি হয়েছে। শিশুটির মা জানিয়েছেন, তিনি হাসপাতালে শিশুটির শয্যাপাশে রয়েছেন, তবে মেয়েটির কোনো নড়াচড়া...
ড. আমিনুল ইসলামের পদত্যাগের বিষয়ে যা বললেন প্রেস সচিব
নিজস্ব প্রতিবেদক

শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপকড. এম আমিনুল ইসলাম পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার (১০ মার্চ) এক ব্রিফিংয়ে এসব জানান তিনি। এসময় প্রেস সচিব আরও বলেন, অধ্যাপক আমিনুল ইসলামের বিষয়ে কেবিনেট সেক্রেটারির সাথে কথা হয়েছে। আমিনুল ইসলামের শুধু পদত্যাগের ব্যাপারটাই আমরা জানি। তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। আর কিছু জানি না। আরও পড়ুন পদত্যাগ করলেন ড. আমিনুল ইসলাম ১০ মার্চ, ২০২৫ শেখ হাসিনার আমলে পাচারকৃত টাকা ফিরিয়ে আনতে খুব শিগগিরই আইন করা হচ্ছে বলেও জানান তিনি। প্রেস সচিব বলেন, টাকা পাচারে ১১টা কোম্পানি ও ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে প্রথমে আছেন শেখ হাসিনা ও তার পরিবার।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর