ট্রাম্পের শাসনামলে বাংলাদেশে মার্কিন বিনিয়োগ প্রায়োরিটি পাবে বলে জানিয়েছেন রাইট টু ফ্রিডমের এক্সিকিউটিভ ডিরেক্টর জন এফ ড্যানিলোভিজ। গত ১৭ বছরে এখানে ইনভেস্ট করতে বেশ ঝামেলা পোহাতে হয়েছে বলেও জানান তিনি। সোমবার (১০ মার্চ) বিকালে তেজগাঁওয়ে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অফ বাংলাদেশ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। গেল কয়েকবছরে আমেরিকা ও ইউরোপের বিনিয়োগ ব্যাপক কমেছে। যা আসলেই উদ্বেগজনক বলে মন্তব্য তার। এসময় ড্যানিলোভিজ জানান, তবে বাংলাদেশে আমেরিকার সঙ্গে ব্যাপক বাণিজ্য সম্ভাবনা রয়েছে। স্টারলিংকের পাশাপাশি ব্যাংক, বীমা ও সার্ভিসগুলোও বাংলাদেশে আসতে পারে বলে সভায় জানান বক্তারা। news24bd.tv/FA
ট্রাম্প আমলে বাংলাদেশে মার্কিন বিনিয়োগ অগ্রাধিকারে থাকবে: ড্যানিলোভিজ
নিজস্ব প্রতিবেদক

নতুন বিশেষ সহকারী নিয়োগ দিলেন প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক

প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী হিসেবে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ পেয়েছেন ড. আনিসুজ্জামান চৌধুরী। জানা গেছে, তিনি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। আজ সোমবার (১০ মার্চ) এ সংক্রান্ত প্রজ্ঞাপন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, ড. আনিসুজ্জামান চৌধুরীকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রতিমন্ত্রী পদমর্যাদায় বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছেন। প্রজ্ঞাপনে আরও বলা হয়, Rules of Business, 1996-এর Rule 3B(iia) অনুযায়ী উপদেষ্টাকে সহায়তা প্রদানের জন্য ড. আনিসুজ্জামান চৌধুরীকে অর্থ মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা অর্পণ করা হলো। আরও বলা হয়, বিশেষ সহকারী পদে অধিষ্ঠিত থাকাকালে তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।...
এনআইডিতে একাধিক স্ত্রীর নাম যুক্তের সিদ্ধান্ত

জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) ডাকনাম ও একাধিক স্ত্রীর নাম সংযুক্ত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ (এনআইডি)। সোমবার (১০ মার্চ) অনুবিভাগের মহাপরিচালক এ এম এম হুমায়ূন কবীর এ তথ্য নিশ্চিত করেন। হুমায়ূন কবীর বলেন, আমাদের কাছে প্রচুর সংশোধনের আবেদন আসছে। এগুলোতে দেখা যাচ্ছে অনেক ব্যক্তি, তাদের ডাকনাম সেখানে পাচ্ছি না। এ জন্য এগুলোর সমাধানও করতে পারছি না। এজন্য কাল আমরা এটা নিয়ে বসেছিলাম। তখন আমাদের আলোচনায় প্রাথমিক একটি চিন্তা এমন হয়েছে যে আমরা যদি, বাংলাদেশে যেহেতু প্রচুর মানুষ ডাকনাম আলাদাভাবে ব্যবহার করে, অফিসিয়াল নাম বা আসল নাম বলে। এক্ষেত্রে ২ নম্বর ফরমে যদি আমরা ডাকনামটা নিয়ে নিতে পারে তাহলে সম্ভবত আমাদের অনেক লোককে চিহ্নিত করতে সহযোগিতা করবে। এনআইডির মহাপরিচালক বলেন, আর দ্বিতীয় বিষয় হচ্ছে, অনেক সময় দ্বিতীয়...
ছেলের টিউশন ফি'র নামে ৪০০ কোটি টাকা পাচার
নিজস্ব প্রতিবেদক

বিগত আমলে উচ্চশিক্ষার নামে ৪০০ কোটি টাকা পাচারের ঘটনাও ঘটেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, শুধু এক ব্যক্তির সন্তানের টিউশন ফির মাধ্যমেই পাচার হয়েছে এই টাকা। সোমবার (১০ মার্চ) ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, পাচারের টাকা উদ্ধারের জন্য প্রথম থেকেই অন্তর্বর্তী সরকার তৎপর ছিল। প্রফেসর ইউনূস প্রথম থেকেই বলে আসছেন যে, এটা বাংলাদেশের মানুষের টাকা। শফিকুল আলম আরও বলেন, আমাদের টপ প্রায়োরিটির ভেতরে এটা থাকবে। অন্তর্বর্তী সরকারের ফোকাস ছিল, পাচার করা টাকা কীভাবে আনা যায়। সেজন্য গত সেপ্টেম্বর মাসে ১১ সদস্যের একটি টাস্কফোর্স গঠন করা হয়। তার নেতৃত্ব দিচ্ছেন সেন্ট্রাল ব্যাংকের গভর্নর। আজকের ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, ডেপুটি...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর