গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের আখেরি মোনাজাত আজ রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে সোয়া ৯টার মধ্যে অনুষ্ঠিত হবে। গত শনিবার (১ ফেব্রুয়ারি) গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান ইজতেমা ময়দানে পুলিশের কন্ট্রোল রুমের কাছে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেছেন, আখেরি মোনাজাতের আগে সকাল ৬টা থেকে ঢাকার ৩০০ ফিটের মাথায়, ধওর ব্রিজের মাথায় এবং ভোগড়া বাইপাস মোড় থেকে ইজতেমাগামী সব যানবাহন চলাচল বন্ধ থাকবে। ইজতেমা ময়দানের মুসল্লিরা ময়দান ত্যাগ করার পর সড়কগুলো যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে। এ দিকে শনিবার টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার ময়দানে ৬৩ যুগলের যৌতুকবিহীন গণবিয়ে সম্পন্ন হয়েছে। শনিবার বাদ আসর ইজতেমা ময়দানের মূল বয়ানের মঞ্চে মোহরে ফাতেমি (হজরত ফাতেমা (রা.) ও হজরত আলী (রা.)-এর...
বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত সকাল ৯টায়
অনলাইন ডেস্ক
পঙ্গু হাসপাতালের সামনের সড়ক অবরোধ করেছে আন্দোলনে আহতরা
নিজস্ব প্রতিবেদক
সুচিকিৎসা, পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনের সড়ক অবরোধ করেছে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতরা। শনিবার রাত ১০টায় পঙ্গু হাসপাতালের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। ক্ষোভ প্রকাশ করে বলেন, শেখ হাসিনা পতনের পর যে সরকার ক্ষমতায় এসেছে তাদের উপর আর কোনো আস্থা নেই বিধায় রাস্তায় নামতে বাধ্য হয়েছেন তারা। দাবী আদায় না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি তাদের। শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আহাদ বলেন, ‘আহতদের বুঝিয়ে হাসপাতালে ফেরানোর চেষ্টা করা হচ্ছে। তাদের দাবি দাওয়া কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’ news24bd.tv/FA
লিবিয়ার উপকূলে ২০ মরদেহ: ঘটনাস্থলে যাচ্ছে দূতাবাসের টিম
নিজস্ব প্রতিবেদক
লিবিয়ার পূর্বাঞ্চলের ব্রেগা তীর থেকে গত দুইদিনে বেশ কয়েকজন অভিবাসীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় উদ্ধারকর্মীদের মতে, অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা ভূমধ্যসাগরে ডুবে যাওয়ার পর এসব মৃতদেহ ব্রেগা উপকূলে ভেসে আসে। বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত মৃতদেহগুলোর মধ্যে বাংলাদেশি নাগরিক থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। দূতাবাস, স্থানীয় কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ রেখে বিস্তারিত তথ্য সংগ্রহ করছে। এছাড়া, দুর্ঘটনায় মৃত, আহত বা ক্ষতিগ্রস্ত বাংলাদেশি নাগরিকদের সম্পর্কে তথ্য জানাতে সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। যে কেউ এই বিষয়ে কোনো তথ্য জানেন, তারা নিম্নলিখিত দাপ্তরিক নম্বরে যোগাযোগ করতে পারেন: +২১৮৯১৬৯৯৪২০২ এবং...
জুলাই ঘোষণাপত্রের খসড়া: বাহাত্তরের সংবিধান বাতিল নয়, সংস্কারের প্রস্তাব
নিজস্ব প্রতিবেদক
জুলাই-আগস্টে অনুষ্ঠিত গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের খসড়ায় ৭২-এর সংবিধান বাতিলের বিষয়টি উঠে আসলেও এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে যুগপৎ আন্দোলনের দল ও জোটগুলো। তারা ৭২-এর সংবিধান বাতিলের পক্ষে নয়, বরং তার সংস্কারের পক্ষে মত দিয়েছে। এদিকে, ঘোষণাপত্রের খসড়ায় ৬৯-এর গণআন্দোলন, ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ৭ই নভেম্বরের ঐতিহাসিক ঘটনা সম্পর্কেও অন্তর্ভুক্তির প্রস্তাব করেছে দল ও জোটগুলো। তারা মনে করে, এগুলোর উল্লেখ না করে শুধু ৭২-এর সংবিধান নিয়ে আলোচনা সীমাবদ্ধ রাখা সঠিক হবে না। শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের লিয়াজোঁ কমিটির সাথে জাতীয়তাবাদী সমমনা জোট এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মধ্যে বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। সূত্র জানায়,...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর