রাজশাহীর বাঘা উপজেলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন যুবক নিহত হয়েছেন। সোমবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে চারঘাট-বাঘা মহাসড়কের মীরগঞ্জ সাজির বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নাটোরের লালপুর উপজেলার মোমিনপুর বাগনা গ্রামের ফয়সাল হোসেন (১৫) ও নাসির উদ্দিন (২০)। স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কাজ শেষে মোটরসাইকেলে করে মীরগঞ্জ সীমান্ত এলাকা থেকে লালপুরের নিজ বাড়ি ফিরছিলেন ফয়সাল ও নাসির। মীরগঞ্জ সাজির বটতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে তারা রাস্তায় ছিটকে পড়েন। এ সময় একটি আখ বোঝাই ট্রলি তাদের চাপা দিলে গুরুতর আহত হন তারা। পরে স্থানীয়রা আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর ট্রাক ও আখ...
রাজশাহীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই যুবক নিহত
অনলাইন ডেস্ক
নোয়াখালীতে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন আসামির মৃত্যু
অনলাইন ডেস্ক
নোয়াখালীর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে অস্ত্র মামলার এক আসামির মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত যুবক আবদুর রহমান (৩৪) সোনাইমুড়ি উপজেলার হীরাপুর গ্রামের বাসিন্দা। সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সোমবার ভোরে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথবাহিনী সোনাইমুড়ী উপজেলার হীরাপুর গ্রামে অভিযান চালিয়ে আবদুর রহমান ও হাবিবুর রহমান (২৫) নামে দুই যুবককে আটক করে। অভিযানে দুটি গুলি ও তিনটি ছুরি উদ্ধার করা হয়। সকাল ৭টার দিকে তাদের সোনাইমুড়ী থানায় সোপর্দ করা হয়। সোনাইমুড়ী থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের পর বিকেলে আসামিদের আদালতে উপস্থাপন করা হলে তাদের শারীরিক অবস্থার অবনতি দেখে বিচারক চিকিৎসার নির্দেশ দেন। এরপর বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশ তাদের নোয়াখালীর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের আবাসিক চিকিৎসক রাজিব আহমেদ...
গাজীপুরে ডিবি পরিচয়ে প্রাণ-আরএফএলের অর্ধকোটি টাকা ছিনতাই
অনলাইন ডেস্ক
গাজীপুরের রাজেন্দ্রপুরে ডিবি পুলিশের পরিচয়ে মাইক্রোবাস থামিয়ে প্রাণ-আরএফএল কারখানার ৫৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এতে কারখানার ক্রেডিট রিয়ালাইজেশন কর্মকর্তা মো. হেলাল উদ্দিন (৫৬) গুরুতর আহত হয়েছেন। সোমবার দুপুর সোয়া ২টার দিকে সদর থানার সীমান্তবর্তী এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, বিকেবাড়িতে প্রাণ-আরএফএল গ্রুপের ডিপো থেকে ৫৫ লাখ ৪০ হাজার টাকা একটি মাইক্রোবাসে ঢাকার বাড্ডায় প্রধান কার্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। গাড়িতে ছিলেন চালক মুজিবুর রহমান ও কর্মকর্তা হেলাল উদ্দিন। রাজেন্দ্রপুর এলাকায় পৌঁছালে ডিবি পুলিশের পোশাক পরিহিত দুই ব্যক্তি মাইক্রোবাস থামানোর সিগন্যাল দেন। তাদের সঙ্গে আরও আট থেকে ১০ জন সাদা পোশাকে ছিল। গাড়ি থামানোর পর তারা চালক ও কর্মকর্তাকে মাইক্রোবাসে জাল টাকা বহনের অভিযোগে মারধর শুরু করে এবং গাড়ির...
থমথমে আনন্দ মোহন কলেজ, হল ছেড়েছেন শিক্ষার্থীরা
ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের আনন্দমোহন সরকারি কলেজের হলে অবস্থানরত শিক্ষার্থীদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের সংর্ঘষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় অনির্দিষ্টকলের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে হল। এ ঘটনায় কলেজ ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এর আগে রোববার রাতে অনির্দিষ্টকালের জন্য হল বন্ধ ঘোষণা করলেও শিক্ষার্থীরা দুপুরের পর থেকে হল ছাড়তে শুরু করেন। পরে বিকাল ৫টার দিকে সংশ্লিষ্ট হলগুলো খতিয়ে দেখে দরজায় তালা ঝুলিয়ে দিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন। তবে সকাল ৮টার মধ্যে ছেলেদের সব হল ছাড়ার নির্দেশনা ছিল কলেজ প্রশাসনের। ওই রাতেই আগামী তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয় কলেজের শ্রেণি কার্যক্রম। ফলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হল ছাড়তে শুরু করেন শিক্ষার্থীরা। কলেজ ক্যাম্পাসে নিরাপত্তায় নিয়োজিত কোতোয়ালি মডেল থানার ওসি মো. সফিকুল ইসলাম শফিক জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর