যুগ্মসচিব পদমর্যাদার ১২ জন কর্মকর্তাকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতির পর তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার উপসচিব জামিলা শবনম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। তাদের নিয়োগ ২৪ ডিসেম্বর থেকে কার্যকর হবে। পদোন্নতিপ্রাপ্তরা হলেন- কৃষি বিপণন অধিদপ্তরের পরিচালক (যুগ্মসচিব) সৈয়দ মেহদী হাসান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন সিপিপি পরিচালক (যুগ্মসচিব) আহমাদুল হক, ভূমি সংস্কার বোর্ডের উপ-ভূমি সংস্কার কমিশনার (যুগ্মসচিব) মো. রেজাউল কবীর, টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা) সদস্য (যুগ্মসচিব) মোজাফফর আহমেদ, বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের পরিচালক (যুগ্মসচিব) হাওলাদার মো. রকিবুল বারী,...
পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হলেন ১২ কর্মকর্তা
অনলাইন ডেস্ক
‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ নিয়ে রাজনৈতিক দলগুলোতে টেনশন
নিজস্ব প্রতিবেদক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আগামীকাল (৩১ ডিসেম্বর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেবে। তাদের এই ঘোষণাপত্রে নতুন করে কী আসছে তা নিয়ে টেনশনে আছে রাজনৈতিক দলগুলো। এ ব্যাপারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু গণমাধ্যমকে বলেছেন, তারা আগে তাদের ঘোষণাপত্র ঘোষণা করুক। তারপর এটা নিয়ে কথা বলা যাবে। এ মুহূর্তে কোনো মন্তব্য করতে চায় না। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সংবাদ মাধ্যমকে বলেন, অভ্যুত্থানকারী ছাত্র-জনতার পক্ষ থেকে তারা যে ঘোষণাপত্র দিতে যাচ্ছে, তা অধিকাংশ রাজনৈতিক দল এবং সমাজের গুরুত্বপূর্ণ অংশীজনদের সঙ্গে আলাপ-আলোচনা করে দেওয়া হচ্ছে বলে আমার মনে হয় না। এই ধরনের কিছু দিতে গেলে রাজনৈতিক দল, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আলাপ-আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতে দেওয়া দরকার...
পিলখানা হত্যাকাণ্ডের সব তথ্য দ্রুতই প্রকাশ করা হবে: প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
পিলখানা হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত না হওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি জানিয়েছেন, যত দ্রুত সম্ভব এ ঘটনার তদন্ত করা হবে এবং এ সংক্রান্ত সমস্ত তথ্য প্রকাশ করা হবে। সোমবার (৩০ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পিলখানায় বিডিআর বিদ্রোহে নিহত সেনা পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা এ কথা বলেন। সাক্ষাৎকালে শহীদ সেনা পরিবারের সদস্যরা পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু পুনঃতদন্তের দাবি জানান। অধ্যাপক ইউনূস বলেন, এত বছর ধরে এ হত্যাকাণ্ডের তথ্য গোপন রাখা একটি অবিশ্বাস্য বিষয়। আজ আপনাদের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম। আমাদের যতটুকু সামর্থ্য আছে, তা দিয়ে এই বিষয়টি দ্রুততম সময়ে সামনে আনা হবে। তিনি আরও বলেন, সারা দেশের মানুষ এ হত্যাকাণ্ডের সাক্ষী। জাতির পক্ষ থেকে আমরা বিশ্বাস করি, এ...
জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির উদ্যোগ অন্তর্বর্তী সরকারের
নিজস্ব প্রতিবেদক
অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই গণঅভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য, ফ্যাসিবাদ বিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত রাখার জন্য এ ঘোষণাপত্রটি গৃহীত হবে। গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী, রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে। এতে জুলাই গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিত, ঐক্যের ভিত্তি ও জনগণের অভিপ্রায় ব্যক্ত হবে। প্রেস উইং জানায়, আমরা আশা করছি, সকলের অংশগ্রহণের মাধ্যমে কিছুদিনের মধ্যেই সর্বসম্মতিক্রমে এ ঘোষণাপত্র প্রস্তুত করা হবে এবং জাতির সামনে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর