মুখের দুর্গন্ধের কারণে কথা বলতে লজ্জা লাগছে? অনেককে এমন অবস্থায় অস্বস্তির মধ্যে পড়তে হয়। এমন একটি সমস্যা বাধা হয়ে দাঁড়াতে পারে আপনার ব্যক্তিত্বের ক্ষেত্রেও। এ সমস্যা আপনার সুন্দরভাবে কথা বলার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। তবে ঘরোয়া কিছু উপায় দারুণ কাজ করে এ সমস্যা থেকে মুক্তিতে। চলুন দেখে আসি ঘরোয়া উপায়গুলো: ১. দারুচিনি ও লবঙ্গ: এক কাপ বিশুদ্ধ পানি নিন। তাতে ১০ থেকে ১৫ ফোঁটা দারুচিনি ও লবঙ্গ তেল যুক্ত করুন। তারপর ভালো করে মেশান। এই মিশ্রণ আপনার মুখের দুর্গন্ধ তাড়াতে পারে। এ মাউথওয়াশ দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। ২. মধু এবং দারুচিনি: মধু এবং দারুচিনি উভয়েই শক্তিশালী অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে যা মুখে ব্যাকটেরিয়া বৃদ্ধি হতে দেয় না এবং মাড়িকেও সুস্থ রাখে। তাই দাঁত এবং মাড়িতে নিয়মিত মধু ও দারুচিনির পেস্ট...
ঘরোয়া উপায়ে সহজেই দূর করুন মুখের দুর্গন্ধ
অনলাইন ডেস্ক
![ঘরোয়া উপায়ে সহজেই দূর করুন মুখের দুর্গন্ধ](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/11/1739237490-819440594f95959a81d4e89de1134a71.jpg?w=1920&q=100)
কেন হয় ফিস্টুলা, চিকিৎসা কী?
অধ্যাপক ডা. এস এম এ এরফান
![কেন হয় ফিস্টুলা, চিকিৎসা কী?](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/10/1739206717-36bec2b148637723165ed9d633a7d980.jpg?w=1920&q=100)
বেসরকারি একটি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা জাবেদ সাহেব (ছদ্ম নাম)। ২০ বছর আগে তার পায়ুপথের পাশে একটি ফোঁড়া হয়। সেটি একসময় ফেটে পুঁজ পড়তে থাকে। তারপর তিনি চিকিৎসকের কাছে যান। তিনি বলেন, তার ফিস্টুলা হয়েছে। অপারেশন করেন। কিন্তু অপারেশনের কিছুদিন পরেই তার আবার ফিস্টুলা দেখা দেয়। এভাবে একাধিক চিকিৎসার পরও ভালো ফল পাননি তিনি। বরং ফিস্টুলার সংখ্যা বেড়েই যায়। এই ফিস্টুলার কষ্ট নিয়েই ছিলেন তিনি। বর্তমানে লেজারের মাধ্যমে কাটাছেঁড়া ছাড়া অপারেশন করা হয়ে থাকে। অতঃপর লেজারের সাহায্যে ফিস্টুলার অপারেশন করে অনেকটাই ভালো আছেন তিনি। এ অপারেশনে রোগী একদিন পরেই বাড়ি ফিরতে পারেন। চলুন জেনে নেওয়া যাক ফিস্টুলা কি? জেনে রাখা ভালো, শরীরের অন্যান্য জায়গায়ও ফিস্টুলা হতে পার। পায়ুপথের ফিস্টুলাকে বা ফিস্টুলা ইন এনা পায়ুপথের একটি রোগ যাকে প্রচলিত ভাষায় নালিও...
কীভাবে বুঝবেন শিশু অটিজমে আক্রান্ত
অধ্যাপক ডা. গোপেন কুমার কুন্ডু
![কীভাবে বুঝবেন শিশু অটিজমে আক্রান্ত](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/10/1739185496-7d197d1e96a63ddd6024ecb9eb9b5444.jpg?w=1920&q=100)
অটিজম হচ্ছে শিশুর মস্তিষ্কের বিকাশজনিত সমস্যা। যেখানে শিশুদের মধ্যে সামাজিক যোগাযোগ, সামাজিক আচরণ, সামাজিক কল্পনা ইত্যাদি ক্ষেত্রসমূহে বেশ সমস্যা লক্ষ করা যায়। বিশেষজ্ঞরা একে অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডার বলেন। শিশুর জন্মের প্রথম তিন বছরের মধ্যে এর লক্ষণ প্রকাশ পায়। অটিজমে আক্রান্ত শিশুর বিকাশ তিনটি ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়। সামাজিক সম্পর্ক স্থাপনে বাধা অন্য কোনো ব্যক্তির প্রতি আগ্রহ না থাকা, কে কী করছে, তা নিয়ে কৌতূহল না থাকা। অন্যের আচরণ বুঝতে না পারা। যোগাযোগ স্থাপনে বাধা মুখের ভাষায় কথা বলতে না শেখা। কিছু কিছু কথা বলতে পারলেও অন্যের সঙ্গে আলাপচারিতায় সমর্থ না হওয়া। ইশারা-ইঙ্গিত করতে না পারা। আচরণের ভিন্নতা পুনরাবৃত্তিমূলক আচরণ করা, একই কাজ বারবার করা, একই খেলা বারবার খেলা। অন্যের সঙ্গে যোগাযোগ ও আচরণের সীমাবদ্ধতা হলো এমন শিশুর প্রধান...
অবহেলা নয় বুকের ব্যথায়
ডা. এম শমশের আলী
অনলাইন ডেস্ক
![অবহেলা নয় বুকের ব্যথায়](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/10/1739162937-821fd631b87d1a2fdbdcd92af6f8299a.jpg?w=1920&q=100)
পূর্ণ বয়স্ক ব্যক্তিদের মধ্যে যদি কারও বুকে ব্যথা দেখা দেয়, তবে বেশির ভাগ লোকজন সর্বপ্রথম গ্যাসের ব্যথা মনে করে তার প্রতিকার নেওয়ার চেষ্টা করে থাকেন। গ্যাসের ওষুধ সেবন করে অনেকেই সুস্থতা বোধ করেন যার ফলে এটা তার মনে করাই স্বাভাবিক যে, এ ধরনের ব্যথা গ্যাসের জন্যই হয়ে থাকে। বাংলাদেশে যত ধরনের ওষুধ বিক্রি হয় তার মধ্যে সব চেয়ে বেশি বিক্রিত ওষুধ হলো গ্যাসের ওষুধ। এর সবচেয়ে বড় কারণ হলো গ্যাসের ওষুধের কোনোরূপ তাৎক্ষণিক পার্শ্বপ্রতিক্রিয়া বা কোনো ধরনের তাৎক্ষণিক জটিলতা হতে দেখা যায় না। এসব বিবেচনা করে ফার্মেসিম্যাননা নিঃসংকোচে গ্যাসের ওষুধ প্রদান করে থাকেন। তাহলে বুকের ব্যথা কেন হয়? বুকে ব্যথা হওয়ার অনেক কারণ থাকে, প্রাপ্তবয়স্কদের মধ্যে হার্টের বিভিন্ন ধরনের অসুস্থতায় বুকের ব্যথা হতে পারে, শ্বাসনালি, ফুসফুসের অনেক অসুস্থতায় এবং হাঁপানিতে বুকেব্যথা...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর