টি২০ বিশ্বকাপে কারা কি পেলো?

টি২০ বিশ্বকাপে কারা কি পেলো?

অনলাইন ডেস্ক

দীর্ঘ ১৭ বছরের টি২০ বিশ্বকাপ জয়ের আক্ষেপ ঘুচিয়ে গতকাল রাতে স্বপ্নের ট্রফি হাতে তুলেছে ভারত। ২০১৩ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি পাওয়ার পর আর কোনো ট্রফি জয়ের স্বাদ পায়নি রোহিত-কোহলিরা।

এর মাঝে একবার টি২০ বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কার কাছে, ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে এবং সর্বশেষ ঘরের মাটিতে ২০২৩ সালে অস্ট্রেলিয়ার কাছে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে হেরে ভারতের ট্রফিহীন পথচলাটা আরও দীর্ঘায়িত হয়।

তবে সেই প্রতীক্ষার অবসান ঘটেছে শনিবার (২৯ জুন) বার্বাডোজের ব্রিজটাউনের কেনসিংটন ওভাল স্টেডিয়ামে।

এক নাটকীয়তায় পরিপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে টুর্নামেন্টে একমাত্র অপরাজিত দল হিসেবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ভারত।

৫৯ বলে ৭৬ রানের ইনিংস খেলে ফাইনালের ম্যাচসেরা হয়েছেন বিরাট কোহলি। অন্যদিকে ১৫ উইকেট শিকার করে টুর্নামেন্টসেরা হয়েছেন জাসপ্রিত বুমরা।

চলুন দেখে নেওয়া যাক এবারের টি২০ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলো...

এবারের বিশ্বকাপের জন্য মোট ১১.২৫ মিলিয়ন ডলার বা ১৩২ কোটি টাকা প্রাইজমানির ঘোষণা দিয়ে রেখেছিলো আইসিসি।

অংশগ্রহণকারী প্রত্যেক দলই মোটা অঙ্কের অর্থ পেয়েছে। সবচেয়ে বেশি অর্থ গেছে চ্যাম্পিয়ন ভারতীয় দলের ঝুলিতে। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে রোহিত-কোহলিরা প্রাইজমানি হিসেবে নিয়ে গেছেন ২.৪৫ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮ কোটি ৭৫ লাখ টাকা)।

রানার্সআপ হওয়া দক্ষিণ আফ্রিকাও পেয়েছে মোটা অঙ্কের অর্থ। প্রথমবার বিশ্বকাপের ফাইনাল খেলে ৭ রানে হারলেও পাচ্ছে ১২ লাখ ৮০ হাজার ডলার বা প্রায় ১৫ কোটি ৪ লাখ টাকা। সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া ইংল্যান্ড ও আফগানিস্তান পাচ্ছে ৭ লাখ ৮৭ হাজার ৫০০ ডলার বা প্রায় ৯ কোটি ২৫ লাখ টাকা।

অন্যদিকে সুপার এইট থেকে বিদায় নেওয়া দলগুলো পাচ্ছে বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৪ কোটি টাকা। প্রথমবার সুপার এইটে খেলা বাংলাদেশ পেয়েছে এই পরিমাণ অর্থ। সমান অর্থ পাচ্ছে অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রও। নবম থেকে দ্বাদশ এবং ১৩তম থেকে ২০তম স্থানে থাকা দলগুলোও পাচ্ছে দুই কোটি টাকার বেশি।

চ্যাম্পিয়ন: ভারত
রানার্স-আপ: দক্ষিণ আফ্রিকা
টুর্নামেন্ট সেরা: জসপ্রিত বুমরাহ (১৫ উইকেট)
ফাইনালে ম্যাচ সেরা: বিরাট কোহলি (৭৬ রান)
স্মার্ট ক্যাচ: সূর্যকুমার যাদব

সর্বোচ্চ রান: রহমানউল্লাহ গুরবাজ (২৮১),
সর্বোচ্চ উইকেট: ফজল হক ফারুকি ও আরশদীপ সিং (১৭ উইকেট),
সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর: নিকোলাস পুরান (৯৮, প্রতিপক্ষ আফগানিস্তান),
সেরা বোলিং ফিগার: ফজল হক ফারুকি (৯ রানে ৫ উইকেট; প্রতিপক্ষ উগান্ডা),
সর্বোচ্চ স্ট্রাইক রেট: শেই হোপ (১৮৭.৭১),
সেরা ইকোনোমি: টিম সাউদি (৩.০০),
সবচেয়ে বেশি ছক্কা: নিকোলাস পুরান (১৭টি),
সবচেয়ে বেশি ৫০+ স্কোর: রোহিত শর্মা ও গুরবাজ (৩টি),
সবচেয়ে বেশি ক্যাচ: এইডেন মার্করাম (৮টি),
সর্বোচ্চ দলীয় সংগ্রহ: ২১৮ ওয়েস্ট ইন্ডিজ (প্রতিপক্ষ আফগানিস্তান),
সর্বনিম্ন দলীয় সংগ্রহ: ৩৯ উগান্ডা (প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ)।

news24bd.tv/SC