ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের নতুন কমিটি গঠিত হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) কলা অনুষদের শিক্ষক লাউঞ্জে বিশ্ববিদ্যালয়ে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের এক সাধারণ সভায় এ কমিটি করা হয়। সভায় অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান সভাপতিত্ব করেন। সভায় সাদা দলের ২০২৫ ও ২০২৬ সালের জন্য কেন্দ্রীয় আহ্বায়ক ও দুইজন যুগ্ম আহ্বায়ক নির্বাচন করা হয়। সাদা দলের কেন্দ্রীয় কমিটির সভা সংখ্যাগরিষ্ঠ ইউনিটের সমর্থন প্রাপ্ত হিসেবে নিম্নোক্তদের ২০২৫ ও ২০২৬ সালের জন্য আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক হিসেবে সর্বসম্মতিক্রমে মনোনয়ন চূড়ান্ত করে। মনোনয়ন প্রাপ্তদের নামগুলো হলো- আহ্বায়ক হিসেবে অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক হিসেবে অধ্যাপক ড. আবদুস সালাম (দক্ষিণ) এবং অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার (উত্তর)। সাদা দলের সাধারণ সভায় উক্ত নামগুলো উপস্থাপন করা হলে সভায়...
ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের নতুন কমিটি
জুস পান করে অনশন ভাঙলেন সেই জাবি শিক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক
দুই দফা দাবিতে আমরণ অনশনে বসেছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সরকার ও রাজনীতি বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান। পরে তার দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হলে গতকাল রোববার দিবাগত রাত পৌনে দুইটার দিকে অনশন ভাঙেন তিনি। উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের আশ্বাসে তিনি জুস পান করে অনশন ভাঙেন। এর আগে গতকাল বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে অনশন কর্মসূচি শুরু করেন জিয়াউদ্দিন আয়ান নামের ওই শিক্ষার্থী। তার দাবি দুইটি হলো, জুলাই মাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলাকারী ও হামলার সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে এবং অবিলম্বে জাকসু কার্যকরের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। অনশন ভাঙার পর জিয়াউদ্দিন বলেন, আমি দুই দফা দাবিতে আমরণ অনশনে বসেছিলাম। বিশ্ববিদ্যালয় প্রশাসন...
ঢাবির জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি-দেয়াল লিখন নষ্ট করলেই ব্যবস্থা
নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই ছাত্র-জনতা অভ্যুত্থান এর স্মৃতিস্বরূপ দেয়াললিখন ও গ্রাফিতি সংরক্ষণে প্রশাসন জরুরি নির্দেশনা দিয়েছে। এই নির্দেশনা অনুযায়ী, ক্যাম্পাসে থাকা সমস্ত দেয়াললিখন ও গ্রাফিতিগুলো কোনোভাবেই মুছে ফেলা বা ক্ষতিসাধন করা যাবে না। এই নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, যদি কোনো কারণে এই স্মৃতি বিজড়িত দেয়াললিখন ও গ্রাফিতি নষ্ট হয়ে যায়, তবে বিশ্ববিদ্যালয় নিজস্ব উদ্যোগে তা সংস্কারের ব্যবস্থা করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৪ সালের ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ৩৬ দিন ধরে শিক্ষার্থীরা স্বৈরাচার বিরোধী আন্দোলন, গণহত্যার নিদর্শন, এবং আন্দোলনে শহীদ ও আহতদের স্মৃতির উদ্দেশ্যে গ্রাফিতি আঁকেন এবং দেয়াল লিখন করেন। এসব স্মৃতি সুরক্ষিত রাখতে এবং আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে...
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে
অনলাইন ডেস্ক
৪৭তম বিসিএসের আবেদন আজ (২৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে শুরু হয়েছে। প্রার্থীরা ৩০ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন। পিএসসি সূত্র জানিয়েছে, এ বিসিএস পরীক্ষায় মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করা হয়েছে। এছাড়া আবেদন ফিও কমিয়ে ৭০০ টাকার পরিবর্তে ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী, এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি ৫০ টাকা ধার্য করা হয়েছে। প্রাথমিকভাবে ৯ ডিসেম্বর থেকে আবেদন শুরু হওয়ার কথা ছিল। তবে সরকারি চাকরির আবেদন ফি কমানোর প্রজ্ঞাপন জারি না হওয়ায় পিএসসি আবেদন গ্রহণ স্থগিত করে। পিএসসি গত ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন শুরু হওয়ার কথা ছিল ১০ ডিসেম্বর সকাল ১০টা থেকে, যা শেষ হওয়ার সময় নির্ধারণ করা হয়েছিল ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট। ৪৭তম...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর