অবকাঠামো উন্নয়নে আরও ঋণ দিতে আগ্রহী এডিবি

অবকাঠামো উন্নয়নে আরও ঋণ দিতে আগ্রহী এডিবি

নিজস্ব প্রতিবেদক

গ্রামীণ অবকাঠামো এবং শহরের নিম্ন আয়ের মানুষের জন্য বিশুদ্ধ পানি এবং বর্জ্য ব্যবস্থাপনায় ঋণ দিতে আগ্রহী এশিয়ান উন্নয়ন ব্যাংক- এডিবি।

মঙ্গলবার বিকেলে সচিবালয়ে এডিবির দক্ষিণ, মধ্য ও পশ্চিমাঞ্চলের ভাইস প্রেসিডেন্ট উইংমিং ইয়াংসহ পাঁচ সদস্যের প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে একথা জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। বলেন, এখনও পর্যন্ত এডিবির থেকে ২ শতাংশের নীচে সুদে ঋণ পায় বাংলাদেশ।  তাই তাদের আগ্রহের বিষয় অগ্রাধিকার দিতে চায় সরকার।

তিনি জানান, বর্তমানে এডিবির ১০টি প্রকল্প চলমান আছে, যেখানে ২২ হাজার ৩শ ৫৫ কোটি টাকা বিনিয়োগ আছে। বাংলাদেশে নিজেদের ঋণ সহায়তা আগামীতে আরও অব্যাহত রাখতে চায় আন্তর্জাতিক ঋণদাতা এই সংস্থাটি।

এডিবির এই ঊর্ধ্বতন কর্মকর্তা উইংমিং ইয়াং বলেন, ঋণ সহায়তায় বাংলাদেশ এডিবির জন্য একটি বিশ্বস্ত দেশ। আগামীতে অর্থনৈতিকভাবে দেশটির অনেক সম্ভাবনা রয়েছে।

এখন যেভাবে বিভিন্ন খাতে ঋণ দিয়ে বাংলাদেশের পাশে আছে এই সংস্থা আগামীতে এটি অব্যাহত থাকবে।

তিনি বলেন, বাংলাদেশের জলবায়ু উন্নয়নসহ অবকাঠামো খাতে আরও ঋণ দিতে প্রস্তুত তারা। এক্ষেত্রে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্প নিয়ে আগ্রহ রয়েছে তাদের।

news24bd.tv/FA