কোটা সংস্কার আন্দোলনেকোটা সংস্কার আন্দোলনের উত্তাপ নিউইয়র্কেও

কোটা সংস্কার আন্দোলনেকোটা সংস্কার আন্দোলনের উত্তাপ নিউইয়র্কেও

অনলাইন ডেস্ক

বাংলাদেশে কোটাবিরোধী আন্দোলনের আঁচ লেগেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কেও। আন্দোলনকারীদের পক্ষে এবং বিপক্ষে জড়ো হয়েছিল একাধিক সংগঠন।  

জ্যাকসন হাইটসে একটি পার্টি সেন্টারে মুক্তিযোদ্ধা-জনতার প্রস্তুতি সমাবেশ থেকে জানানো হয়, কোটা বিরোধী আন্দোলনের নামে একাত্তরের পরাজিত শত্রুরা কৌশল অবলম্বন করেছে, এটি মেনে নেয়া যায় না। ঘৃণিত, নিন্দিত এবং দণ্ডিত ‘রাজাকার’ শব্দটি ব্যবহারের যে প্রবণতা পরিলক্ষিত হচ্ছে তা প্রকারান্তরে মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল, দেশদ্রোহিতার সামিল।

ওদেরকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেয়া যায় না। তাহলে এর খেসারত দিতে হবে চরমভাবে। প্রবাসীদেরকেও নাড়া দিয়েছে।  

এদিকে, একই দিন সন্ধ্যায় ‘প্রবাসী বাংলাদেশি নাগরিক’ নামক ব্যানারে বিএনপির নেতা-কর্মীরা বিক্ষোভ করেছেন কোটাবিরোধী আন্দোলনকারীদের সমর্থনে।

এ সময় তারা বাংলাদেশে চলমান আন্দোলন দমনে ক্ষমতাসীন দল দমন-পীড়ন চালাচ্ছে বলে অভিযোগ করেন এবং বক্তারা মুক্তিযোদ্ধা কোটা সংস্কারের দাবি আদায় না হওয়া পর্যন্ত সরব থাকার সংকল্প ব্যক্ত করেন।  

যুক্তরাষ্ট্র বিএনপির নেতা গিয়াসউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপি নেত্রী রিটা রহমান, গোলাম ফারুক শাহীন, অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান, সাঈদুর রহমান সাঈদ, হাবিবুর রহমান সেলিম রেজা, রুহুল আমিন নাসির, জসিমউদ্দিন ভিপি, জাহাঙ্গির সোহরাওয়ার্দি, আহবাব চৌধুরী, বদরুল হক আজাদ, আমিনুল ইসলাম, প্রমুখ। নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন এম এ বাতিন, জাহাঙ্গির আলম, আনোয়ারুল ইসলাম শাহীন প্রমুখ।

news24bd.tv/SHS

এই রকম আরও টপিক