দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা বিজয় সেতুপতি। গত বৃহস্পতিবার রাতে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে সেতুপতি অভিনীত ‘মহারাজা’ সিনেমা। মুক্তির পর থেকেই দর্শক-সমালোচকদের প্রশংসায় ভাসছে সিনেমাটি।
‘মহারাজা’ সিনেমা পরিচালনা করেছেন নিথিলান স্বামীনাথন। অ্যাকশন–থ্রিলার ঘরানার এই সিনেমা গত ১৪ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এই সিনেমার বাজেট ছিল মাত্র ২০ কোটি রুপি। তবে এক মাস না যেতেই বক্স অফিস থেকে ১১৩ কোটি রুপি আয় করেছে এটি।
মুক্তির পর সমালোচকেরা স্বামীনাথনের চিত্রনাট্য ও পরিচালনা, বিজয় সেতুপতির অভিনয় আর ফিলোমিনের সম্পাদনার প্রশংসা করেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম রেডিফ ডটকমের অর্জুন মেনন ‘মহারাজা’র রেটিং দিয়েছেন ৫-এ ৪। তিনি লিখেছেন, ‘রিভেঞ্জ সিনেমায় নতুন সংযোজন এটি। শেষের এক ঘণ্টা আপনাকে চমকে দেবে: একই সঙ্গে দর্শক হিসেবেও আপনার পরীক্ষা নেবে।’