এবার রাজধানী ঢাকায় জনপ্রিয় ইসলামিক আলোচক ড. মিজানুর রহমান আজহারী তাফসির মাহফিলে অংশ নিতে যাচ্ছেন। আগামী ৮ ফেব্রুয়ারি ঢাকার নবাবগঞ্জের বারুয়াখালী মাহফিল ময়দানে তিনি প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করবেন। এ উপলক্ষে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। জানা যায়, এ মাহফিল ঘিরে বিশাল প্রস্তুতি ও আয়োজন করেছে আয়োজকরা। বারুয়াখালী মাহফিল ময়দানে অনুষ্ঠিতব্য ২৮তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে ড. মিজানুর রহমান আজহারীর পাশাপাশি প্রধান অতিথি থাকবেন খন্দকার আবু আশফাক ও সভাপতিত্ব করবেন মো. শাহজাহান শিকদার। মাহফিলের জন্য বিশাল মঞ্চ প্রস্তুত করা হয়েছে। বিশাল প্যান্ডেলের সামনে শ্রোতাদের জন্য বড় পরিসরে শামিয়ানা টানানো হয়েছে। এছাড়া, অজুখানা নির্মাণ করা হয়েছে প্রায় অর্ধ কিলোমিটার এলাকাজুড়ে, যাতে উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লিরা সুবিধা পান। দেশে...
এবার আজহারীর মাহফিল ঢাকায়, চলছে প্রস্তুতি
অনলাইন ডেস্ক
![এবার আজহারীর মাহফিল ঢাকায়, চলছে প্রস্তুতি](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/06/1738835100-c71ad9992bbe54f2d735fe4302298a6b.jpg?w=1920&q=100)
রাজধানীতে ২৬১০ গোলাপি বাস চালু, শিক্ষার্থীদের হাফ ভাড়ার সুযোগ
নিজস্ব প্রতিবেদক
![রাজধানীতে ২৬১০ গোলাপি বাস চালু, শিক্ষার্থীদের হাফ ভাড়ার সুযোগ](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/06/1738825320-d2ae8b4a2ffe45fb72bea74130ab2a87.jpg?w=1920&q=100)
ঢাকা মহানগরীতে চালু হয়েছে কাউন্টারভিত্তিক বাস সার্ভিস। নতুন পদ্ধতিতে গাজীপুর-ঢাকা সড়কের বিভিন্ন রুটে প্রথম অবস্থায় ২১টি কম্পানির ২ হাজার ৬১০টি বাস চলবে। সবগুলো গাড়ির রং গোলাপি করা হচ্ছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে নতুন পদ্ধতিতে বাস চলাচলে প্রথম পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা জানান ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম। তিনি বলেন, যাত্রীদের সেবার মান উন্নয়নে সড়কে শৃঙ্খলা ফেরানোসহ যানজট নিরসনেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই পদ্ধতিতে ভাড়ায় কোনো তারতম্য ঘটবে না। শিক্ষার্থীরা হাফ ভাড়ায় আগে যেভাবে যেতেন, সেভাবেই যাবেন। সাইফুল আলম আরো বলেন, কন্ট্রাক্ট সিস্টেমে এখন থেকে কোনো বাস চলাচল করবে না। যাত্রীরাও লাইনে দাঁড়িয়ে কাউন্টার থেকে নির্দিষ্ট স্থান থেকে টিকিট কেটে বাসে উঠবেন। বাস স্টপেজ ছাড়া দাঁড়াবে না...
আজ মেঘলা আকাশ দেখবে নগরবাসী
অনলাইন ডেস্ক
![আজ মেঘলা আকাশ দেখবে নগরবাসী](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/06/1738810599-a017e0caf9119cc47e6729799c0161ba.jpg?w=1920&q=100)
রাজধানী ঢাকায় আজকের আবহাওয়া আংশিক মেঘলাসহ শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলেও আবহাওয়া বার্তায় জানানো হয়। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়, সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। যদিও শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সেই সঙ্গে ঢাকায় দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। news24bd.tv/কেএইচআর
শিশুপার্কসহ নগরীর যেসব মার্কেট বন্ধ আজ
অনলাইন ডেস্ক
![শিশুপার্কসহ নগরীর যেসব মার্কেট বন্ধ আজ](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/06/1738807311-4efdd2f969559e8b1c92e99f32ded48e.jpg?w=1920&q=100)
কেনাকাটাসহ দৈনন্দিন কাজে নগরবাসীকে প্রতিদিনই কোথাও না কোথাও যেতে হয়। যদিও পরিকল্পনা করে বাসা থেকে বের হলেও অনেক সময় পড়তে হয় নানান বিপত্তিতে। কোথাও জরুরি কোনো প্রয়োজনে গিয়ে দেখলেন সেখানকার কার্যক্রম বন্ধ, তখন পড়তে হয় বিড়ম্বনায়; বরং নষ্ট হয় মূল্যবান সময়। তাই পরিকল্পনা অনুযায়ী বাইরে বের হওয়ার আগে আসুন জেনে নেওয়া যাক আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর কোন কোন এলাকার মার্কেট বন্ধ। যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে: মোহাম্মদপুর, আদাবর, শ্যামলী, গাবতলী, টেকনিক্যাল, কল্যাণপুর, আসাদগেট, ইস্কাটন, মগবাজার, বেইলি রোড, সিদ্ধেশ্বরী, মালিবাগের একাংশ, শাহজাহানপুর, শান্তিনগর, শহীদবাগ, শান্তিবাগ, ফকিরাপুল, পল্টন, মতিঝিল, টিকাটুলি, আরামবাগ, কাকরাইল, বিজয়নগর, সেগুনবাগিচা, হাইকোর্ট ভবন এলাকা, রমনা শিশুপার্ক। বন্ধ থাকবে যেসব মার্কেট: মোহাম্মদপুর টাউন হল- মার্কেট,...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর