স্বজনপ্রীতি, দুর্নীতি, মিডিয়া ট্রায়াল এবং রাজনৈতিক মদদে ব্যাংক পরিচালক ও শীর্ষ কর্মকর্তাদের যোগসাজশে টাকা লোপাটের কারণে গভীর সংকটে দেশের ১০টি ব্যাংক। এই ১০টি ব্যাংকসহ পুরো ব্যাংক খাতের ৭৬০ জন পরিচালকই ২ লাখ ৩৪ হাজার কোটি টাকা ঋণ নিয়েছেন। এসব ঋণ ফেরত না আসায় এখন ব্যাংকিং খাতে খেলাপি গিয়ে ঠেকেছে ২ লাখ ৮৫ হাজার কোটিতে। এখন সংকটে থাকা ১০ ব্যাংককে প্রায় ৩০ হাজার কোটি টাকা ধার দিয়ে টিকিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে খেলাপি ঋণ ও পাচারের টাকা উদ্ধারে টার্গেট করা হয়েছে দেশের শীর্ষ ১০টি গ্রুপকে। শিল্প বাঁচিয়ে টাকা আদায়ের কৌশল না নিয়ে বরং ত্বরিতগতিতে প্রবল চাপ দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, ১০টি ব্যাংককে টেনে তোলার জন্য কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে অন্য সবল ব্যাংক থেকে সাময়িক ধারে অর্থ সহায়তা দেওয়া হলেও উৎপাদন, বিনিয়োগ ও কর্মসংস্থানে নিয়োজিত...
১০ ব্যাংক বিপর্যয়ের পর এবার টার্গেট ১০ গ্রুপ
অনলাইন ডেস্ক
এবার দাম কমলো ডিজেল-কেরোসিনের
অনলাইন ডেস্ক
জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের অংশ হিসেবে জানুয়ারি মাসের জন্য ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটারে ১ টাকা কমানো হয়েছে। পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে জ্বালানি বিভাগের জারি করা প্রজ্ঞাপনে নতুন দাম ঘোষণা করা হয়, যা মধ্যরাত থেকেই কার্যকর হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ডিজেল ও কেরোসিনের বিক্রয়মূল্য লিটারে ১০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। পেট্রোল ও অকটেন যথাক্রমে ১২১ টাকা এবং ১২৫ টাকায় বিক্রি হবে, যা আগের মতোই রয়েছে। জ্বালানি বিভাগের সূত্র জানায়, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে গত মার্চ থেকে জ্বালানি তেলের দাম পুনঃনির্ধারণ করে আসছে সরকার। এর আগে অক্টোবরে প্রতিলিটার ডিজেল ও কেরোসিনের দাম ৫০ পয়সা কমিয়ে ১০৫ টাকা করা হয়েছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই...
প্রতিদিন ডলারের ভিত্তিমূল্য নির্ধারণ করবে বাংলাদেশ ব্যাংক
অনলাইন ডেস্ক
ডলার বেচাকেনার পদ্ধতিতে পরিবর্তন আনতে এবার প্রতিদিন রেফারেন্স বেঞ্চমার্ক এক্সচেঞ্জ রেট বা ভিত্তিমূল্য নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, এই ভিত্তিমূল্যের ভেতরে থেকে ব্যাংক ও অনুমোদিত মানি এক্সচেঞ্জগুলো ডলারসহ অন্যান্য বিদেশি মুদ্রার বিনিময় হার নির্ধারণ করতে পারবে। বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে বলা হয়েছে, ৫ জানুয়ারি থেকে ১ লাখ বা এর বেশি ডলারের লেনদেনের তথ্য দিনে দুবার কেন্দ্রীয় ব্যাংককে জানাতে হবে। সকাল ১১টা পর্যন্ত লেনদেনের তথ্য সকাল সাড়ে ১১টার মধ্যে এবং সকাল ১১টা থেকে বিকেল ৫টার লেনদেন বিকেল সাড়ে ৫টার মধ্যে জমা দিতে হবে। ১২ জানুয়ারি থেকে এসব তথ্যের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক প্রতিদিনের রেফারেন্স রেট প্রকাশ করবে। এই হার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত হবে এবং ব্যাংকগুলো তাদের...
ডিজেল-কেরোসিনের দাম কমল
অনলাইন ডেস্ক
জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এতে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১০৫ টাকা থেকে কমে হয়েছে ১০৪ টাকা। পেট্রোলের দাম প্রতি লিটারে ১২৫ টাকা এবং অকটেনের দাম ১২১ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। কেরোসিনের নতুন দাম ১০৫ টাকা থেকে কমিয়ে ১০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। পেট্রোল ও অকটেনের দাম যথাক্রমে ১২৫ টাকা এবং ১২১ টাকা অপরিবর্তিত রয়েছে। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে সরকার গত মার্চ থেকে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চালু করেছে। এ পদ্ধতির অধীনে প্রতি মাসে তেলের নতুন দাম ঘোষণা করা হচ্ছে। নতুন দাম কার্যকর হওয়ায় জ্বালানি খাতে কিছুটা স্বস্তি আসবে বলে আশা করছে সংশ্লিষ্টরা। news24bd.tv/তৌহিদ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর