রণবীরের ‘অ্যানিমেল’ নিয়ে বিস্ফোরক মন্তব্য কঙ্গনার

রণবীরের ‘অ্যানিমেল’ নিয়ে বিস্ফোরক মন্তব্য কঙ্গনার

অনলাইন ডেস্ক

সর্বশেষ ‘অ্যানিমেল’ সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন রণবীর কাপুর। সিনেমাটি বক্স অফিসে সাফল্যও পেয়েছে। তবে নারীবিদ্বেষী তকমা পেয়েছে রণবীরের ‘অ্যানিমেল’ সিনেমাটি। ‘অ্যানিমেল’ সিনেমাটি মুক্তির পর থেকেই নানা আলোচনা-সমালোচনা চলে।

এবার কঙ্গনা রানাউতের নিশানায়ও ‘অ্যানিমেল’।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীরের সিনেমাকে কটাক্ষ করে কঙ্গনা বলেন, “এই ধরনের পুরুষতান্ত্রিক ছবি বক্স অফিসে ঝড় তোলে। পুরুষরা অস্ত্র নিয়ে বেরোচ্ছে এবং রক্তগঙ্গা বইয়ে দিচ্ছে, এই দেখে মানুষ হাত তালি দিচ্ছে। কোনও আইনের বালাই নেই।

প্রশাসনকে জবাবদিহি করার বিষয়ও নেই। ”

‘অ্যানিমেল’-এ একটি দৃশ্যে দেখা যাচ্ছে, মুখ্য চরিত্র বন্দুক নিয়ে তার বোনের স্কুলে যাচ্ছে এবং গুলিবর্ষণ করছে। এই ঘটনার কোনও শাস্তি বা ফলাফলও নেই। শুধুই রক্তস্রোত, হিংসা ও মৃতদেহের পাহাড়। কেন? শুধু মজা করার জন্য। সমাজের উন্নয়নে বা দেশের সুরক্ষার কারণে নয়। শুধুই মজা করে এই সব কাণ্ড দেখানো হয়েছে। মাদক নিয়ে খুন করে দিব্যি আছে সবাই। ”

কঙ্গনা আরও বলেন, “মানুষ ভিড় করে এই ধরনের ছবি দেখেন। এই ধরনের সমাজ নিয়ে আমরা কী-ই বা বলতে পারি! এটা সত্যিই আতঙ্কের। এই ধরনের ছবিকে মোটেই প্রশ্রয় দেওয়া উচিত নয়। তীব্র সমালোচনা প্রয়োজন। ”

news24bd.tv/TR