সচিবালয়ে আগুনের ঘটনায় প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা ৩০ তারিখ থেকে একদিন বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়েছে বলে জানিয়েছেন কমিটি প্রধান স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। তদন্ত কমিটি আগামীকাল মঙ্গলবার প্রধান উপদেষ্টার কাছে প্রাথমিক প্রতিবেদন জমা দেবে বলে জানান তিনি। সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ে কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানিয়েছেন কমিটি প্রধান। নাসিমুল গনি বলেন, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আগামীকাল বিকেল ৫টা পর্যন্ত সময় নেওয়া হয়েছে। এর আগে দেওয়ার চেষ্টা করা হবে। তিনি বলেন, সেনা, পুলিশ, বুয়েটসহ একাধিক সংস্থা আগুনের আলামত সংগ্রহ করছে। সবার কাছ থেকে তথ্য নিতে একটু সময় বেশি লাগছে। কিছু আলামত পরীক্ষার জন্য বিদেশে পাঠানো হবে।...
সচিবালয়ে আগুনের ঘটনায় প্রতিবেদন জমা দেওয়ার সময় বাড়লো
নিজস্ব প্রতিবেদক
দুদকের সাবেক কমিশনার জহিরুল হকের দুর্নীতি তদন্তে ৩ সদস্যের কমিটি
অনলাইন ডেস্ক
দুই মোবাইল ফোন কোম্পানির কাছ থেকে শত কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগ দুদকের তদন্ত বিভাগের সাবেক কমিশনার জহিরুল হকের বিরুদ্ধে তিন সদস্যের অনুসন্ধান কমিটি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (৩০ ডিসেম্বর) দুদক সূত্রে এ তথ্য জানা যায়। দুদকের ইতিহাসে কমিশনার পদ মর্যাদার কোনো কর্মকর্তাকে এর আগে অনুসন্ধানের মুখোমুখি হতে হয়নি। এবারই প্রথম দুদকের সাবেক কোনো কমিশনারের বিরুদ্ধে উত্থাপিত অবৈধ সম্পদ ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুদক। এর আগে সাবেক কমিশনার মো. জহুরুল হকের পাসপোর্ট বাতিল ও দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইস্যু হওয়া ওই চিঠি ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর ও স্পেশাল ব্রাঞ্চ (এসবি) বাংলাদেশ পুলিশ দপ্তরে পাঠানো হয়েছিল। ২০২১ সালের ১০ মার্চ কমিশনার হিসাবে মো. জহুরুল হক দুর্নীতি দমন কমিশনে যোগদান করেন। গত ৩০...
চার জেলায় নতুন পুলিশ সুপার
অনলাইন ডেস্ক
চট্টগ্রাম, টাঙ্গাইল, দিনাজপুর ও নাটোর জেলায় নতুন পুলিশ সুপার পদায়ন করা হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব আবু সাঈদের সই করা এক প্রজ্ঞাপনে এই পদায়ন করা হয়। এতে বলা হয়েছে, টাঙ্গাইলের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুকে চট্টগ্রাম জেলার এসপি, সিআইডির মো. মিজানুর রহমানকে টাঙ্গাইল জেলার এসপি, নাটোরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইনকে দিনাজপুর জেলার এসপি এবং পুলিশ সদর দপ্তরের এআইজি মোহাম্মদ আমজাদ হোসাইনকে নাটোর জেলার এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। news24bd.tv/কেআই
ঢাবিতে হাসিনার প্রতিকৃতিতে ‘গণজুতা নিক্ষেপ’
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজ সোমবার ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোর উদ্যোগে অনন্য প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। ৫ আগস্ট শেখ হাসিনার পলায়নের পর যে গ্রাফিতি জনতার প্রতিবাদের প্রতীক হয়ে উঠেছিল, সিটি করপোরেশন প্রশাসন পরশু সেটা মুছে ফেলে। এর প্রতিবাদে আজ শিক্ষার্থীরা একই স্থানে শেখ হাসিনার প্রতিকৃতি পুনরায় অঙ্কন করেন এবং গণজুতা নিক্ষেপের মাধ্যমে তাদের ক্ষোভ প্রকাশ করেন। ঢাকা মেট্রোরেলের ওই স্তম্ভ, যেখানে এই প্রতিকৃতি অঙ্কিত হয়েছিল, জনতার কাছে ইতোমধ্যেই তা ঘৃণা স্তম্ভ হিসেবে পরিচিতি লাভ করেছে। ছাত্রসংগঠনগুলোর এই কর্মসূচি গণহত্যাকারী হাসিনার বিরুদ্ধে তীব্র ঘৃণার বার্তা হিসেবে কাজ করছে। আয়োজকরা বলেন, এই কর্মসূচি একটি প্রতীকী প্রতিবাদ, যা হাসিনার ১৬ বছরের দমন নিপীড়ন এবং জুলাই গণঅভ্যুত্থানে তার খুনি চরিত্রকে তুলে ধরছে।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর