পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি

সুজিত চ্যাটার্জি বাপ্পী

পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি

অনলাইন ডেস্ক

অন্তর্বর্তীকালীন সরকার গত ২৮ আগস্ট নতুন ৬৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৬১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেয়। এদের মধ্যে একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ছিলেন সুজিত চ্যাটার্জি বাপ্পী। যিনি স্বৈরাচার হাসিনা সরকারের আমলেও একই পদে ছিলেন।

কিন্তু ই নিয়োগের পরে থেকেই সুপ্রিম কোর্টের কিছু আইনজীবী বিক্ষোভ করে আসছিলেন।

তাদের দাবি, খুনি শেখ হাসিনা সরকারের সময় দায়িত্ব পালন করে আসা ১৫ জন আইনজীবীকে ফের ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেওয়া হয়েছে, এদের বাদ দিতে হবে। এ নিয়ে প্রায় প্রতিদিন বিক্ষোভ করে আসছিলেন এই আইনজীবীরা।

আরও পড়ুন: আগামীকাল কী জানাবেন প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য সদস্যরা?

এমতাবস্থায় বুধবার (৪ সেপ্টেম্বর) পদত্যাগের কথা জানালেন সুজিত চ্যাটার্জি বাপ্পী। তিনি মাদারীপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন।

news24bd.tv/JP