সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক আব্দুল্লাহ আল মামুনকে দুর্নীতির অভিযোগে বরখাস্ত করা হয়েছে। গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) গঠিত হওয়ায় তাকে বরখাস্ত করা হয়েছে বলে ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯ ধারার উপধারা (২)-এর বিধান অনুযায়ী এই বরখাস্তের আদেশ কার্যকর করা হয়। সরকারি সূত্র বলছে, কূটনৈতিক পাসপোর্টকে রাতারাতি অর্ডিনারি পাসপোর্টে রূপান্তরসহ একাধিক অনিয়মের অভিযোগ তার বিরুদ্ধে প্রতীয়মান হয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই সরকার এ সিদ্ধান্ত নেয়।...
বরখাস্ত সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালক
অনলাইন ডেস্ক

আশুলিয়ার ডিইপিজেডের ৯০ কারখানায় আকস্মিক ছুটি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক

বড় ধরনের বিপর্যয় নেমে এসেছে ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় অবস্থিত ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ডিইপিজেড)। হঠাৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় সোমবার (২৮ এপ্রিল) দুপুর থেকে প্রায় ৯০টি কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে যায়। আচমকাই শ্রমিকদের ছুটি দেওয়া হয়েছে। এদিকে ডিইপিজেড সূত্র জানায়, বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ইউনাইটেড পাওয়ারের গ্যাস সংযোগ তিতাস কর্তৃপক্ষ হঠাৎ বিচ্ছিন্ন করে দেওয়ায় এ সংকটের সৃষ্টি হয়। পূর্ব কোনো নোটিশ ছাড়াই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেছে ডিইপিজেড কর্তৃপক্ষ। ফলে কারখানাগুলোতে উৎপাদন থমকে গেছে, বিপাকে পড়েছেন প্রায় এক লাখ শ্রমিক। ডিইপিজেডের নির্বাহী পরিচালক মো. শরীফুল ইসলাম এক গণমাধ্যমকে বলেন, হঠাৎ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় ইউনাইটেড পাওয়ার বিদ্যুৎ উৎপাদন করতে পারেনি। ফলে ডিইপিজেড অন্ধকারে ডুবে গেছে।...
নোয়াখালীতে যুবককে গুলি করে হত্যা
নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে মো. শাকিল (৩০) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের সন্ত্রাসীরা। সোমবার (২৮ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের গঙ্গাবর বাজারের ইসলামীয়া মার্কেটে এ ঘটনা ঘটে। নিহত শাকিল একই গ্রামের মো. সোলাইমান খোকনের ছেলে এবং পেশায় একজন থাই মিস্ত্রি ছিলেন। স্থানীয়রা জানায়, রাত ৮টার দিকে শাকিলসহ কয়েকজন ছয়ানীর গঙ্গাবর বাজারের ইসলামীয়া মার্কেটের একটি দোকানে বসে চা খাচ্ছিলেন। ওই সময় এলাকায় একটি সিএনজি চালিত অটোরিকশা করে ৫ জন অস্ত্রধারী কিশোরগ্যাং এসে লাবিব নামে এক তরুণকে জোরপূর্বক তুলে নিতে চেষ্টা করে। তখন শাকিলসহ আরো কয়েকজন তাদের বাঁধা দিলে সন্ত্রাসীরা শাকিলকে গুলি করে। এ সময় তার ছোট ভাই শুভকে (৩০) কুপিয়ে জখম করে। তাৎক্ষণিক এলাকার লোকজন দুই ভাইকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট...
ঝিনাইদহে বিল থেকে কৃষকের মরদেহ উদ্ধার
ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে বিলের মাঠ থেকে মোহাম্মদ আলী (৪৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার গাড়ামার মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত কৃষক ওই গ্রামের ইদ্রীস আলীর ছেলে। জানা গেছে, বিকেলে কৃষক মোহাম্মদ আলী মাঠে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। এরপর বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে এক পর্যায়ে মাঠের মধ্যে মৃত অবস্থায় দেখতে যায়। এরপর পুলিশ খবর পেয়ে নিহতের মৃতদেহ উদ্ধার করে। এব্যাপারে সদর থানার ওসি আব্দুল্লাহ আল-মামুন জানান, কিভাবে তার মৃত হয়েছে তা ময়নাতন্তের পর বিস্তারিত জানাতে পারবো। news24bd.tv/এআর
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর