পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় ছয়জন নিহত 

সংগৃহীত ছবি

পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় ছয়জন নিহত 

অনলাইন ডেস্ক

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের তুবাস শহরে পৃথক দুইটি হামলায় অন্তত ছয় জন নিহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা ওয়াফা। পশ্চিম তীরের তুবাস শহরে একটি গাড়িতে ইসরায়েলের বিমান হামলা‍য় পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছে। । অন্যদিকে, তুবাস গভর্নরেটের ফারা শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনী এক কিশোরকে গুলি করে হত্যা করেছে বলে জানা গেছে।

 
 
ইসরায়েল বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে বলেছে যে সামরিক বিমান ফিলিস্তিনি যোদ্ধাদের উপর "তিনটি ভিন্ন আক্রমণে" অংশ নিয়েছে। কারণ হিসেবে ইসরায়েলি বাহিনী বলছে তুবাস অঞ্চলে তাদের বাহিনীর জন্য হুমকি তৈরি হয়েছিল।

ইসরায়েলি সৈন্যরা ফারায় ১৬ বছর বয়সী ফিলিস্তিনি ছেলে মাজেদ ফিদা আবু জেইনার উপর বেশ কয়েকটি গুলি ছুড়েছে বলে ওয়াফা প্রতিবেদনে উল্লেখ করেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী শিশুটিকে গালি দেয় এবং অ্যাম্বুলেন্স ক্রুদের তার কাছে পৌঁছাতে বাধা দেয়।

 

এর আগে বৃহস্পতিবার, ফিলিস্তিনি চিকিত্সকরা জানিয়েছেন যে একটি গাড়ি লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় পাঁচজন নিহত হয়েছে এবং দুইজন আহত হয়েছে, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। সূত্র: আল জাজিরা

news24bd.tv/এসএম

এই রকম আরও টপিক