গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা উপলক্ষে গড়ে ওঠা মার্কেটে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে নিউ মন্নু ফাইন কটন মিলসের মাঠে গড়ে ওঠা অস্থায়ী মার্কেটে ঘটনাটি ঘটে। আহতরা হলেন- রাসেল (১৮), হামিম (২৮) ও আলাদ হোসেনসহ (৩৫) অন্তত পাঁচজন। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বুধবার রাত ৯টার দিকে জ্যাকেটের দোকানের কর্মচারী হামিম ও কম্বলের দোকানের কর্মচারী রাসেলের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে মারামারি হয়। এরপর খবর পেয়ে মার্কেটের ইজারাদার ফজলু মিয়া এগিয়ে আসলে তার সঙ্গে দোকান কর্মচারীরা তর্কে জড়িয়ে পড়ে। এ সময় ইজারাদার ফজলু মিয়ার লোকজন দোকানদারদের ওপর হামলা চালায়। হামলায় দোকান কর্মচারী হামিম, রাসেল ও ইজারাদার পক্ষের আলাদ হোসেনসহ পাঁচজন আহত হন।...
রাতে ইজতেমা মার্কেটে ত্রিমুখী সংঘর্ষ
অনলাইন ডেস্ক
![রাতে ইজতেমা মার্কেটে ত্রিমুখী সংঘর্ষ](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/06/1738814254-4efdd2f969559e8b1c92e99f32ded48e.jpg?w=1920&q=100)
গোপালগঞ্জে চার গাড়ির সংঘর্ষ, হতাহত ২১
গোপালগঞ্জ প্রতিনিধি
![গোপালগঞ্জে চার গাড়ির সংঘর্ষ, হতাহত ২১](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/06/1738812692-65eb6ae26f813553fc53838cb09d9789.jpg?w=1920&q=100)
গোপালগঞ্জে ঘন কুশায় কারণে চারটি যানবাহনের সংঘর্ষে একজন নিহত এবং কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ষোষগাতি বাসস্ট্যান্ডে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, ভোরে খুলনা থেকে ছেড়ে আস টুঙ্গীপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ঘোষগাতি এলাকায় পৌঁছলে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী একটি কাভার্ড ভ্যানের ওই দুটি যানবাহনের সঙ্গে সংঘর্ষ ঘটে। এছাড়া গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আরেকটি ট্রাকের ওই তিন যানবাহনের সঙ্গে সংঘর্ষ ঘটে। আরও জানা যায়, দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন; তার পরিচয় পাওয়া যায়নি। আহত হয়েছেন আরও ২০ জন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে হতাহতদের...
কুয়াশা বাড়ায় শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ
শরীয়তপুর প্রতিনিধি
![কুয়াশা বাড়ায় শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/06/1738803223-2685404573208316092e9af6948746c9.jpg?w=1920&q=100)
শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ার কারণে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেন বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের উপ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন। বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, বুধবার দিনগত মধ্যরাত থেকে নদী ও আশেপাশের এলাকাজুড়ে প্রচণ্ড কুয়াশা দেখা দেয়। ধীরে ধীরে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নদীপথে দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ৩টা থেকে এই নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের উপ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বলেন, নদীপথে কুয়াশার কারণে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রয়েছে। তবে কোনো ফেরি নদীতে আটকা পড়েনি। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক রাখা হবে।...
যশোরে বিভিন্ন স্থানে শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুর
![যশোরে বিভিন্ন স্থানে শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুর](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/06/1738785035-799632839b0a629eafb2ae27d7f4a503.jpg?w=1920&q=100)
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ভার্চ্যুয়াল অনুষ্ঠানে যুক্ত হয়ে অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ দেওয়ার ঘোষণার প্রতিবাদে ক্ষোভ ছড়িয়ে পড়েছে তার ঢেউ যশোরেও আছড়ে পড়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ১০টা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা যশোর শহরের বিভিন্ন স্থানে শেখ মুজিবুর রহমানের আবক্ষ মূর্তি ও ম্যুরাল ভাঙচুর করেন। এ সময় তারা ফ্যাসিস্ট শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। রাত ১০টায় প্রথম ভাঙচুর করা হয় যশোরে আওয়ামী লীগের ঘাটি হিসেবে পরিচিত পুরাতন কসবায় অবস্থিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে। এখানে অবস্থিত শেখ মুজিবুর রহমানের আবক্ষ মূর্তি গুঁড়িয়ে দেন বিক্ষুব্ধরা। এরপর ছাত্ররা হামলা চালান যশোর পৌরসভা চত্বরে। সেখানে সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা হায়দার গণি খান পলাশের উদ্যোগে শেখ...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর