শুধু পদত্যাগ নয়, ইসির সবাইকে আইনের আওতায় আনার দাবি ফারুকের

শুধু পদত্যাগ নয়, ইসির সবাইকে আইনের আওতায় আনার দাবি ফারুকের

নিজস্ব প্রতিবেদক

শুধু পদত্যাগেই সমাধান নয়, বর্তমান নির্বাচন কমিশনের সবাইকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সেইসাথে গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচারের দাবিও জানান তিনি।

বৃহস্পতিবার, জাতীয় প্রেসক্লাবে ইয়ুথ ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে জয়নুল আবদিন ফারুক বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থান দমনে আওয়ামী লীগ সরকার যে গণহত্যা চালিয়েছে তা বিশ্বে নজিরবিহীন। তাই হুকুমদাতা শেখ হাসিনাসহ জড়িত সবার দ্রুত বিচার না করলে শহীদদের আত্মা শান্তি পাবে না।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আওয়ামী লীগের সুবিধাভোগীরা এখনো প্রশাসনের বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে আছে, এরাই বর্তমান সরকারকে বিতর্কিত করতে নানা ষড়যন্ত্রে আওয়ামী লীগকে সহযোগিতা করছে।

বিএনপি নেতাদের দাবি, দেশে যখনই সুষ্ঠু নির্বাচন হবে তখনই ক্ষমতায় আসবে বিএনপি। আর, তখনই দেশের মানুষ গণতন্ত্র ও তাদের অধিকার ফিরে পাবে।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক