নভোচারী ছাড়াই ফিরেছে বোয়িং স্টারলাইনার ক্যাপসুল 

সংগৃহীত ছবি

নভোচারী ছাড়াই ফিরেছে বোয়িং স্টারলাইনার ক্যাপসুল 

অনলাইন ডেস্ক

বোয়িং এর স্টারলাইনার ক্যাপসুল শুক্রবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে ফিরে এসেছে। এটি মহাকাশে প্রায় তিন মাসের অবস্থান করেছিল। দুইজন নভোচারীকে রেখে অবশেষে খালি কেবিন নিয়ে পৃথিবীতে ফিরে এসেছে বোয়িং স্টারলাইনার। এই দুই নভোচারীকে এখন আরও পাঁচ বা ছয় মাস স্টেশনে থাকতে হবে।

নাসার তথ্য অনুযায়ী, স্টারলাইনারটি স্পেস স্টেশনে ডকিং বন্দরটি সন্ধ্যা ৬ টার পরে ছেড়েছিল। এরপর ক্যাপসুলটি ধীরে ধীরে পৃথিবীর দিকে নেমে এসেছিল।  

ক্যাপসুলটি মহাকাশ স্টেশন ছাড়ার আগে বুচ উইলমোর এবং সুনীতা উইলিয়ামস মহাকাশযানটির দীর্ঘ প্রতীক্ষিত এবং অপ্রত্যাশিত যাত্রার জন্য শুভকামনা জানিয়েছিলেন৷ উল্লেখ্য, তারা গত জুন মাসে স্টারলাইনারকে স্পেস স্টেশনে নিয়ে গিয়েছিলেন।

এখনই সুনীতা এবং ব্যারি বুচ উইলমোরের পৃথিবীতে ফেরার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা।

আগামী বছরের ফেব্রুয়ারি মাসে তাদের পৃথিবীতে ফিরিয়ে আনতে আরও একটি মহাকাশযান পাঠাবে নাসা।  

মহাকাশ গবেষণা সংস্থা স্পেস এক্সের ড্রাগন ক্যাপসুলে করে তাদের ফিরিয়ে আনা হবে বলে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থার তরফ থেকে জানানো হয়েছে। সূত্র: সিএনএন

news24bd.tv/এসএম