ভারতে যাওয়ার পথে বিমানবন্দরে গ্রেপ্তার 
সাবেক পৌর মেয়র 

নেত্রকোনা পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম খাঁন

ভারতে যাওয়ার পথে বিমানবন্দরে গ্রেপ্তার সাবেক পৌর মেয়র 

দেশ ছেড়ে কলকাতা যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন নেত্রকোনা পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম খাঁন। বুধবার সকালে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে।

আজ দুপুর তিনটায় এ তথ্য নিশ্চিত করেছেন নেত্রকোনা পুলিশ সুপার মো ফয়েজ আহমেদ।

পুলিশ সূত্রে জানা যায়, নেত্রকোনা সদর পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম খান আজ সকাল দশটায় ( পিপি নং A02016614) ইন্ডিগো এয়ারলাইন্সের ফ্লাইট নং 6E1108 যোগে কলকাতা যাওয়ার জন্য ইমিগ্রেশনে আসার পর নিরাপত্তা বাহিনী তার যাত্রা বাতিল করে।

নজরুল ইসলাম খান নেত্রকোনা পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। তিনি শহরের চকপাড়া এলাকার বাসিন্দা ও উকিলপাড়া এলাকার বাসায় বসবাস করতেন।

নজরুল ইসলাম খান নেত্রকোনা-২ আসনের আওয়ামী লীগ সংসদ সদস্য প্রয়াত আব্বাস আলী খানের ছেলে। তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়ে নেত্রকোনা পৌরসভায় তিনবার মেয়র নির্বাচিত হন।

তার বাবা আব্বাস আলী খানও নেত্রকোনা পৌরসভার চেয়ারম্যান ছিলেন।

নেত্রকোনা পুলিশ সুপার ফয়েজ আহমেদ জানান, আজ সকালে কলকাতা যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা বাহিনী তাকে আটক করে। তাকে নেত্রকোনা আনা হচ্ছে। তার বিরুদ্ধে নেত্রকোনা মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে তিনটি মামলা রয়েছে।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক