বাফুফের সভাপতি পদে লড়ার ঘোষণা তরফদার রুহুল আমিনের

বাফুফের সভাপতি পদে লড়ার ঘোষণা তরফদার রুহুল আমিনের

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আসন্ন নির্বাচনে সভাপতি পদে লড়ার ঘোষণা দিলেন তরফদার রুহুল আমিন। জেলা, বিভাগ এবং ক্লাবগুলোর সম্মিলিত ঐক্যমতের ভিত্তিতে এই সংগঠককে বাফুফে সভাপতি প্রার্থী হিসেবে ঘোষণা দেয়া হয়েছে।

আজ রোববার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে নিজের প্রার্থিতা হওয়ার বিষয়টি জানিয়েছেন রুহুল আমিন।

গতকাল শনিবার কাজী সালাউদ্দিন আগামী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পরই নতুন বাফুফে সভাপতি পদে প্রার্থী কে হচ্ছেন, তা নিয়ে শুরু হয় জল্পনা।

এর ২৪ ঘণ্টা না যেতেই এলোই রুহুল আমিনের নির্বাচনে লড়ার ঘোষণা।

সংবাদ সম্মেলনে তরফদার রুহুল আমিন বলেন, 'আমরা যদি বিজয়ী হই, তাহলে চার বছরে ফুটবলের ভিত শক্ত করতে চাই। যাতে আমাদের পর যারা আসবেন তারা যেন কাজ করার একটি শক্ত ভিত পায়। আমরা একটি শক্তিশালী ফেডারেশন গড়তে চাই।

আমরা সারা দেশে ফুটবল ছড়িয়ে দিতে চাই। '

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক তারকা ফুটবলার শফিকুল ইসলাম মানিক, সৈয়দ রুম্মন বিন ওয়ালী সাব্বির সহ আরো অনেকে। মঞ্চে না থাকলেও অনুষ্ঠানে ছিলেন সাবেক অধিনায়ক ও বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক, ডাকসুর সাবেক নেতা খায়রুল কবির খোকনসহ বিভিন্ন ক্লাবের কর্মকর্তা এবং সাবেক খেলোয়াড়েরা।

news24bd.tv/SHS