পন্তের পরামর্শে ফিল্ডিং সাজালেন শান্ত

পন্তের পরামর্শে ফিল্ডিং সাজালেন শান্ত

অনলাইন ডেস্ক

ক্রিকেট মাঠের কতো মজার কাণ্ড আমাদের সামনে আসে। এবার তেমনই এক কাণ্ড ঘটালেন ভারতীয় ব্যাটার ঋষভ পন্ত। বাংলাদেশের বিপক্ষে চেন্নাই টেস্টে ব্যাটিং করার সময় তিনি ফিল্ডিং সাজিয়ে দিচ্ছেন বাংলাদেশের।

এরপর তার সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ভাইরাল হয়েছে।

কেবল তাই নয়, পন্তের সেই পরামর্শ মেনে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ফিল্ডারকে পাঠিয়েছেন ওই জায়গায়। চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনই ব্যাটিং ব্যর্থতায় ব্যাকফুটে চলে যায় সফরকারী বাংলাদেশ। তারা ১৪৯ রানে প্রথম ইনিংসে গুটিয়ে যাওয়ায় ২২৭ রানের লিড পেয়ে যায় ভারত।

এরপর দ্বিতীয় ইনিংসে পন্ত ও শুভমান গিল দুজনেই সেঞ্চুরি করে তোলেন ২৮৭ রান।

ফলে বাংলাদেশের সামনে স্বাগতিকরা ৫১৫ রানের বিশাল এক লক্ষ্য দাঁড় করায়।

আরও পড়ুন: দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটে সর্বোচ্চ রানের অধিকারী মুশফিকুর রহিম

প্রতিপক্ষকে চেপে ধরার মুহূর্তে স্বাভাবিকভাবেই খোশ মেজাজে ছিলেন ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার পন্ত। তৃতীয় দিন তিনি আগ্রাসী ব্যাটিংয়ে ফিফটি পূর্ণ করার পর ছুঁটছিলেন সেঞ্চুরির পথে। তারই এক ফাঁকে দেখেন যে লেগসাইডে বাংলাদেশের কোনো ফিল্ডার নেই। তখন পন্ত ডেকে বলেন, ‘ভাই একজন ফিল্ডার এখানে আসতে হবে। ’ আশ্চর্যজনকভাবে তার সেই পরামর্শ মেনে শান্ত মাঠে ফিল্ডারের অবস্থান পরিবর্তনও করেন। সেখানে ফিল্ডার পাঠানো দেখে ধারাভাষ্যকাররাও বেশ হাস্যরস করেন।

আরও পড়ুন: শান্তর ফিফটিতে বাংলাদেশের লড়াইয়ের আভাস

শেষ পর্যন্ত ভারতীয় এই ব্যাটারের ইনিংস থামে ১০৯ রানে। ১২৮ বলের ইনিংসে তিনি মেরেছেন ১৩টি চার ও ৪টি ছক্কার বাউন্ডারি। লাল বলের ফরম্যাটে এটি পন্তের ষষ্ঠ সেঞ্চুরি। এর মধ্য দিয়ে তিনি ভারতের হয়ে সর্বোচ্চ ৬টি সেঞ্চুরি করা মহেন্দ্র সিং ধোনির (১৪৪ ইনিংস) রেকর্ডে তিনি ভাগ বসিয়েছেন। এতোদিন উইকেটরক্ষক হিসেবে টেস্টে সর্বোচ্চ সেঞ্চুরি ছিল সাবেক এই অধিনায়কের। এক্ষেত্রে পন্তের ষষ্ঠ সেঞ্চুরিটি দ্রুততম (৫৮ ইনিংস)।

এদিকে পন্তের মতো বাংলাদেশের ফিল্ডিং সাজানোর ঘটনা আগে একবার ঘটিয়েছেন সাবেক ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ২০১৯ বিশ্বকাপে দুই দলের ম্যাচে তিনি সাব্বির রহমানকে তার ট্র্যাকে থামিয়ে দিয়েছিলেন এবং তাকে বামদিকের স্কয়ার-লেগ ফিল্ডারকে সরাতে বলেছিলেন। পরে সাব্বির আর দ্বিতীয়বার চিন্তা পর্যন্ত করেননি এবং ফিল্ডারকে সরানোর আগে সেই সময়ে বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকেও জিজ্ঞাসা করেননি।

এদিকে, চলমান চেন্নাই টেস্টের প্রথম ইনিংসেও বাংলাদেশের উইকেটরক্ষক লিটন দাসের সঙ্গে বাক্য বিনিময় করতে দেখা যায় পন্তকে। সে সময় ভারতীয় এই ব্যাটারকে ক্রিজের বাইরে দেখে বল ছুঁড়ে মারেন বাংলাদেশের এক ফিল্ডার, বল তার গায়ে লেগে আরেকদিকে মোড় নিলে রান নিয়ে নেন পন্ত-যশস্বী জয়সওয়াল। পরে বিষয়টি নিয়ে লিটন বিরক্তি দেখালে পন্ত তার উদ্দেশ্যে বলেন– ‘ওকে জিজ্ঞেস করো কেন আমার গায়ে বল মেরেছে?’ পরে লিটন জবাব দেন– ‘তার তো বল ছুঁড়তেই হতো। ’ এরপর বিষয়টি সেখানেই থেমে যায়।

news24bd.tv/SC